Photo Credits: ANI

কালাহান্ডি: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Lok Shaba Elections 2024) বিজেপিকে (BJP) হারানোর জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি (Opposition parties)। শুক্রবার বিহারের রাজধানী পাটনায় বিজেপি বিরোধী ১৫টি রাজনৈতিক দল একজোট হয়ে বৈঠক (Opposition Meeting) করছে আগামী নির্বাচনের রণকৌশল তৈরির জন্য। কংগ্রেস থেকে আরজেডি, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সবাই রয়েছে সেখানে। আর বিরোধীদের এই জোটকেই রামধনু বলে কটাক্ষ করছে বিজেপির নেতা-নেত্রীরা। তাঁদের কথায় রামধনু যেমন আকাশে কিছুক্ষণ থেকেই উধাও হয়ে যায় তেমনি অবস্থা হবে বিরোধীদের এই ঐক্যের। এখন তোড়জোড় করলেও লোকসভা নির্বাচনের আগেই এরা উধাও হয়ে যাবে।

শুক্রবার এই বিষয়টি উল্লেখ করে ও কংগ্রেসের (Congress) সঙ্গে উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) একমঞ্চে যাওয়া নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP national president JP Nadda)। ওড়িশার (Odisha) কালাহান্ডিতে (Kalahandi) একটি জনসভা করতে গিয়ে তিনি বলেন, "আজকে পাটনা (Patna) পৌঁছেছেন উদ্ধব ঠাকরে। তাঁর বাবা 'হিন্দু সম্রাট' (Hindu Samrat) বালাসাহেব ঠাকরে (Bala Saheb Thackeray) প্রায়শই বলতেন যে তিনি কোনওদিন শিবসেনাকে (Shiv Sena) কংগ্রেসের সঙ্গে যেতে দেবেন না। যদি কোনও দিন আমি কংগ্রেসের সঙ্গে হাত মেলাই তাহলে আমি আমার দোকান (shop) বন্ধ করে দেব। আজকে বালাসাহেব ঠাকরে নিশ্চয় চিন্তা করছেন যে তাঁর নিজের সন্তানই শিবসেনার দোকান বন্ধ করে দিয়েছেন।"

দেখুন ভিডিয়ো:

ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে এনে তিনি আরও বলেন, "রাহুল গান্ধীর (Rahul Gandhi) ঠাকুমা (grandmother) ইন্দিরা গান্ধী (Indira Gandhi) লালুপ্রসাদ যাদব (Lalu Yadav) ও নীতীশ কুমারকে (Nitish Kumar) জেলে (jail) পাঠিয়ে ছিলেন। কিন্তু, আজকে তাঁরাই রাহুল গান্ধীকে পাটনায় স্বাগত জানাচ্ছে। আমি এই দেখে অবাক হয়ে যাচ্ছি যে রাজনীতিতে (politics) কত কী হচ্ছে।" আরও পড়ুন: Opposition Meeting In Patna: পটনায় ১৮টি দলের শীর্ষ নেতাদের নিয়ে শুরু বিরোধীদের মহাবৈঠক, আছেন যারা

দেখুন ভিডিয়ো: