Photo Credits: IANS

পাটনা: কেন্দ্রের আপত্তি সত্ত্বেও বিহারে (Bihar) জাতিগত জনগণনা (Caste-based survey) করিয়েছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন জোট সরকার (Nitish Kumar government)। এরপরই সেই সমীক্ষার ভিত্তিতে বিহারকে হিন্দু রাজ্য (Hindu state) হিসেবে ঘোষণা করার দাবি জানালেন রাজ্যের এক বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বাচোল (BJP MLA Haribhushan Thakur Bachaul)। আরও পড়ুন: Rahul Gandhi: রাহুল গান্ধীকে রাবণ সাজিয়ে সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত পোস্ট বিজেপির

তাঁর দাবি, রাজ্যে যে জাতিগত জনগণনা করা হয়েছে তার ফলাফল অনুযায়ী (census survey findings) এখানে ৮১ শতাংশ হিন্দু (Hindu) রয়েছে আর মুসলিম (Muslim) রয়েছে ১৭ শতাংশ। এছাড়া অন্যান্য ধর্মের মানুষ রয়েছে ২ শতাংশ। তাই নীতীশ কুমারের সরকারের উচিত বিহারকে হিন্দু রাজ্য হিসেবে ঘোষণা করা। আরও পড়ুন: Manipur Violence: নতুন করে উত্তেজনা মণিপুরে, পশ্চিম ইম্ফলে জ্বালিয়ে দেওয়া হল ২টি বাড়ি