Photo Credits: IANS

নয়াদিল্লি: যত বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই কংগ্রেস (Congress) ও বিজেপির (BJP) মধ্যে একে অপরকে কটূক্তি (barbs) করার প্রবণতা বাড়ছে। যার ফের জ্বলন্ত একটা উদাহরণ দেখা গেল বৃহস্পতিবার। সোশ্যাল মিডিয়াতে শতাব্দী প্রাচীন রাজনৈতিক দলের (grand old party) অলিখিত প্রধান রাহুল গান্ধীকে (Rahul Gandhi) রাবণের (Ravan) সাজে সজ্জিত করে একটি পোস্ট করল বিজেপি (BJP)।

বৃহস্পতিবার সকালে বিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেল (official X handle) থেকে একটি পোস্টার (poster) পোস্ট করা হয়েছে। যেখানে রাহুল গান্ধীকে সাজানো হয়েছে রাবণের সাজে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, নতুন যুগের রাবণ এখানে। সে একজন শয়তান (Evil), ধর্ম-বিরোধী (Anti-dharma), রাম-বিরোধী (Anti-dharma)। তার লক্ষ্য হল, ভারতকে (Bharat) ধ্বংস করা (destroy)। আরও পড়ুন: Sikkim Floods: মেঘভাঙা বৃষ্টি, তিস্তায় হড়পা বান, সিকিমের মঙ্গনে ধ্বংসের চিহ্ন স্পষ্ট