বেঙ্গালুরু: শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে যায় কর্নাটকে (Karnataka) বিজেপিকে (BJP) সরিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস (Congress)। এরপরই রাজ্যজুড়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন কংগ্রেস নেতা-কর্মীরা। বিজেপি বিরোধী বিভিন্ন দলের পক্ষ থেকেও কংগ্রেসের এই জয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়াইয়ের রসদ খুঁজে পাওয়া গেছে বলে দাবি করা হয়। এর মাঝেই কর্নাটক বিধানসভা নির্বাচনে নিজেদের পরাজয় স্বীকার করে নিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনে ফের রাজ্যে দলকে পুর্নগঠিত করে ফিরে আসার প্রতিশ্রুতি দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বাসবরাজ বোম্বাই (BJP leader & Karnataka CM Basavaraj S Bommai)।
তিনি টুইট করেন, "অত্যন্ত শ্রদ্ধার (respect) সঙ্গে কর্নাটকের মানুষের এই রায় (verdict of people of Karnataka) গ্রহণ করছি আমরা। এই হার দায়ভার আমি নিচ্ছি। আগামী দিনে পথ চলতে এই রায় মাথায় রেখে কাজ করব। আমরা আমাদের ভুলগুলো (fault) বিশ্লেষণ (Analyse) করার পরে সেগুলি ঠিক করে (correct) পার্টিকে পুর্নগঠিত করব (rebuild) এবং লোকসভা নির্বাচনের (parliamentary elections) সময় আবার ফিরে আসব।" আরও পড়ুন: Mallikarjun Kharge On Karnataka's Result: 'আমরা জিতে গেছি এবার কাজ করতে হবে, আমি কারও সমালোচনা করতে চাই না', ভিডিয়োতে শুনুন কংগ্রেস সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গের বক্তব্য
ನಾವು ಕರ್ನಾಟಕದ ಜನತೆಯ ತೀರ್ಪನ್ನು ಗೌರವದಿಂದ ಸ್ವೀಕರಿಸುತ್ತೇವೆ. ನಾವು ನಮ್ಮ ತಪ್ಪುಗಳನ್ನು ವಿಶ್ಲೇಷಿಸಿ, ಸರಿಪಡಿಸಿಕೊಂಡು, ಪಕ್ಷವನ್ನು ಪುನಃ ಸಂಘಟಿಸಿ, ಸಂಸತ್ ಚುನಾವಣೆಯ ವೇಳೆಯಲ್ಲಿ ಮತ್ತೊಮ್ಮೆ ಪುನರಾಗಮಿಸುತ್ತೇವೆ.
We accept the verdict of people of Karnataka with due respect, we will take this verdict in our…
— Basavaraj S Bommai (@BSBommai) May 13, 2023