বেঙ্গালুরু: শনিবার সকালে ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে গেছিল যে বিভিন্ন সংস্থার এগজিট পোলে প্রকাশিত রেজাল্টই হতে চলেছে কর্নাটকে (Karnataka Assembly Election 2023)। বেলা বাড়ার সঙ্গে এটা পরিষ্কার হয়ে যায় বিজেপিকে (BJP) সরিয়ে রাজ্যের ক্ষমতা ফিরছে কংগ্রেস (Congress)। চারিদিকে আনন্দে উৎসবে মেতে উঠতে দেখা যায় কংগ্রেস নেতা-নেত্রী ও কর্মী-সমর্থকদের। এর মাঝেই সবাইকে সংযত থেকে কর্নাটকের উন্নয়নের জন্য কাজ করার দিকে মনোনিবেশের বার্তা দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে (Congress President Mallikarjun Kharge)।

অনেক টালবাহানার পর দলের বর্ষীয়ান নেতা শশী থারুরকে হারিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদে বসেছিলেন মল্লিকার্জ্জুন খাড়গে। তারপর হিমাচলপ্রদেশ আর এবার নিজের রাজ্য কর্নাটকে তাঁর নেতৃত্বেই ক্ষমতা ফিরেছে শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। তাই এই মুহূর্তে মাথা ঠাণ্ডা করে আরও বড় লক্ষ্য জয়ের প্রস্তুতি তিনি চাইছেন তিনি। কর্নাটকে দলের জয়কে (Karnataka Assembly Election Result 2023) ২০২৪ সালে বিজেপিকে দিল্লি থেকে উৎখাত করার অনু্প্রেরণা বানিয়ে দেশব্যাপী কংগ্রেসের পালে জোয়ার আনার পরিকল্পনা করছেন।

কর্নাটকে জয়ের আনন্দ ও উচ্ছ্বাসের মধ্যেই মল্লিকার্জ্জুন খাড়গে বলছেন, "আমরা জিতে গেছি এবং এখন আমাদের কাজ (work) করতে হবে। আমি কারও সমালোচনা (criticize) করতে চাইছি না। আমি কংগ্রেসের পক্ষে এত সমর্থন (huge mandate) দেওয়ার জন্য আমি কর্নাটকের মানুষকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের প্রতি তাঁদের যে ভরসা দেখিয়েছেন তার পূর্ণ মর্যাদা দেব। নির্বাচনী ইস্তেহারে আমরা যে সমস্ত জনকল্যাণমূলক (welfare schemes) প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলাম তার সবগুলিকে বাস্তবায়িত করা হবে। আমি রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) ও শরীর খারাপ নিয়ে যেভাবে সোনিয়া গান্ধী (Sonia Gandhi) প্রচার করেছেন তার জন্য তাঁদের ধন্যবাদ জানাতে চাই। আমরা সবাই মিলে সম্মিলিত নেতৃত্বের অধীনে এই নির্বাচনে লড়াই করেছি এবং জয় পেয়েছি।"

দেখুন ভিডিয়ো: