নতুন দিল্লি, ২৪ অগাস্ট: আম আদমি পার্টির চার বিধায়ককে ২০ কোটি টাকার লোভ দেখিয়ে তাদের দলে যোগ দেওয়ার প্ররোচনা দিল বিজেপি। অভিযোগ করলেন আপের মুখপাত্র সঞ্জয় সিং (MP Sanjay Singh)। এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় সিং বলেছেন, "আপের চার বিধায়ক অজয় দত্ত, সঞ্জীব ঝা, সোমনাথ ভারতী ও কুলদীপকে বিজেপিতে দলে যোগদান করার প্ররোচনা দেওয়া হচ্ছে।"
অভিযোগ, এই চার আপ বিধায়ককে বিজেপিতে যোগ দিতে হবে। তাহলেই তাঁরা ২০ কোটি টাকা পাবেন। এবং আরও বিধায়কদের নিয়ে আসলে সেটি হয়ে যাবে ২৫ কোটি। যদি তাঁরা এই প্রস্তাবটি না মানেন, তাহলে তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হবে,।সিবিআই ও ইডির সম্মুখীন হতে হবে। আরও পড়ুন-Madhya Pradesh Shocker: বাপের বাড়ি থেকে ফিরছে না স্ত্রী, হাতের শিরা কেটে মোবাইল টাওয়ারে চড়ে বসলেন যুবক (ভাইরাল ভিডিও)
এর পরেই আম আদমি পার্টির তরফে অভিযোগ করা হয়, তাঁদের দলের চারজন বিধায়ককে বিজেপি থেকে হুমকি দেওয়া হচ্ছে, তাঁদের গেরুয়া শিবিরে যোগদান করার প্ররোচনা দেওয়া হচ্ছে। তাঁরা যোগ না দিলে তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হবে বলে বলেছে বিজেপি।
সঞ্জয় সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইছেন যে করেই হোক আপ দলকে ভাঙতে। যে চার বিধায়ককে প্ররোচনা দেওয়া হয়েছিল, সেই চারজনও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।