খান্দওয়া, ২৪ অগাস্ট: স্ত্রী বাপের বাড়ি থেকে না ফেরায় অভিমানে হাতের শিরা কেটে মোবাইল টাওয়ারে চড়ে বসলেন যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh ) খান্দওয়ায়। গোটা ঘটনাদৃশ্য একেবারে থানার সামনেই ঘটেছে। পুলিশকর্মীরা অনেক বুঝিয়েও প্রথমে ওই যুবককে নামাতে ব্যর্থ হন। তবে এহেন ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মোবাইল টাওয়ারের উপরে উঠে বসে আছেন ওই যুবক। পুলিশের শত অনুরোধেও নেমে আসার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না তাঁর মধ্যে। আরও পড়ুন- Land-for-Job Scam: চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি হাতানোর মামলা, পাটনা-দিল্লিতে লালুঘনিষ্ঠ নেতার বাড়িতে সিবিআই হানা
এই ঘটনার মাঝেই জানা যায় যে তাঁর স্ত্রী বাপের বাড়ি থেকে ফিরছে না এমনকী, সন্তানদের সঙ্গেও কথা বলতে দেওয়া হচ্ছে না। তাই তিনি বারবার তাঁর স্ত্রীকে ফিরে আসতে বলছেন।
অনেক চেষ্টার পর ওই যুবককে নিচে নামানো হয়েছে। তাঁর নাম দীনেশ রামধন কাঠিওয়াস, খান্দওয়ার কোডিয়া হনুমান মন্দিরের কাছের বাসিন্দা তিনি। তাঁর দাবি, পুলিশ অভিযোগ লেখেনি। কোনও ব্যবস্থাই নেয়নি। সে কারণে তিনি আতম্হননে উদ্যোগী হন ও হাতের শিরা কেটে মোবাইল টাওয়ারে চড়ে বসেন। তাঁকে নামানোর পর জেলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হলে বিপদমুক্ত ঘোষণা করা হয়।
কোতয়ালি পুলিশ স্টেশন থেকে জানানো হয়েছে দীনেশ যখন থানায় এসেছিলেন তখন তাঁকে অপ্রকৃতিস্থ দেখাচ্ছিল। ইন্সপেক্টর টি আই ভূবন ভাস্কালে বলেছেন, দীনেশ প্রথমে তাঁর হাতের শিরা কাটেন, তারপর পুলিশ যখন তাঁর রিপোর্ট লেখানোর বন্দোবস্ত করছে, তখন কোনওভাবে দীনেশ মোবাইল টাওয়ারে উঠে পড়েন।
ভাস্কলে আরও বলেন, দীনেশকে তাঁর পরিবারের লোকদের সঙ্গে বাড়ি পাঠানো হয়েছে। জানা গেছে, তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরেই বাপের বাড়িতে আছেন। ফেরার নামটি নেই। দাম্পত্য কলহ মিটিয়ে দু'জনে ফের একত্রে থাকুন, এমনটাই দাবি সকলের।
দেখুন ভিডিও
#Khandwa पत्नी मायके से नही आई तो युवक ने पहले थाने में काटी नस फिर चढ़ा टॉवर पर एक घंटे चला हाई वोल्टेज ड्रामा कोतवाली पुलिस ने बड़ी मसक्कत कर समझाईस दे उसे टॉवर से नीचे उतारा #viralvideo #viral @ABPNews @abplive @iampulkitmittal #MadhyaPradesh pic.twitter.com/D0vLKzFWnO
— Shiakh Shakeel (ABP NEWS) (@shakeelkhandwa) August 23, 2022