নতুন দিল্লি ২৪ অগাস্ট: চাকরির আশ্বাস দিয়ে জমি হাতানো মামলার (Land-for-Job Scam) তদন্তে এবার আরজেডি নেতাদের বাড়িতে হানা দিল সিবিআই। দিল্লি, পাটনা মিলিয়ে আরজেডি-র একাধিক নেতার বাড়ি ও অফিসে চলল তল্লাশি। এদিকে নীতীশ কুমার সরকারের আস্থা ভোটের আগেই বিজেপির বিরোধী মহাগঠ বন্ধনের সংখ্যা গরিষ্ঠ দল আরজেডির বিরুদ্ধে নয়া ছক কষতে শুরু করেছে কেন্দ্রের বিজোপি সরকার। আরও পড়ুন-Coronavirus Cases In India: ১০ হাজারের ঊর্দ্ধে দৈনিক সংক্রমণ, দোলাচালে করোনা গ্রাফ
ভারতের তিন জায়গায়, দিল্লি, বিহারের পাটনা ও গোপালগঞ্জ জেলায় সিবিআই হানা দিল। শোনা গেছে সেখানে বেনামি জমির খোঁজ পেয়েছে সিবিআই।
রাষ্ট্রীয় জনতা দলের নেতা সুনীল সিং-এর বাড়িতেও অভিযান চালিয়েছে সিবিআই। খতিয়ে দেখছে নথিপত্র। সুনীল লালু প্রাসাদের ঘনিষ্ঠ। সিবিআই জেনেছে যে চাকরি প্রার্থীদের কাছে টাকা চেয়ে সেই টাকায় জমি পেয়েছেন লালুর স্ত্রী রাবড়ি দেবী ও হেমা যাদব। হরিদয়ানন্দ চৌধুরী নামক একজন রেলের কর্মী এবং ভোলা যাদব নামের লালু প্রসাদের ঘনিষ্ঠকে গ্রেপ্তারও করেছিল সিবিআই। ভোলা ২০০৪-২০০৯ পর্যন্ত লালুর ওএসডি ছিলেন। লালু ও তাঁর স্ত্রী রাবড়ি দেবী, দুই মেয়ে এবং পরিচারকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সিবিআই।