পাটনা: অগ্নিবীর (Agniveers) প্রকল্পের মাধ্যমে যাঁরা ভারতীয় সেনায় (Indian Army) যোগ দিচ্ছেন তাঁদের হিঁজড়েদের সেনা (hijron ki fauj) বলে কটাক্ষ করলেন বিহারের সমবায় মন্ত্রী (Bihar's Cooperative Minister) ও বর্ষীয়ান আরজেডি নেতা (senior RJD leader) সুরেন্দ্র প্রসাদ যাদব (Surendra Prasad Yadav)। বৃহস্পতিবার তাঁর এই অবমাননাকর মন্তব্যের (derogatory remark) কথা প্রকাশ্যের আসার পরেই নিন্দার ঝড় বয়ে গেছে বিহারের রাজনৈতিক মহলে। শরিক দল জেডি (ইউ) (JD(U))-র পক্ষ থেকেও আরজেডি নেতা সুরেন্দ্র যাদবের মন্তব্যের তীব্র নিন্দা করা হয় (condemned)।
তবে এই প্রথম নয়, এর আগেও বিতর্কিত মন্তব্য করতে শোনা গেছে বিহারের সমবায় মন্ত্রী সুরেন্দ্রকে। নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকারের (Nitish Kumar-led Bihar government) এই মন্ত্রী গতমাসেও কেন্দ্রের শাসকদল বিজেপি (BJP)সম্পর্কে একটি চাঞ্চল্যকর অভিযোগ এনেছিল। সেই সময় তিনি দাবি করেছিলেন, নির্বাচনের সময় বিজেপি সেনার উপর আক্রমণের ষড়যন্ত্র করে। বলেন, "বিজেপি উৎখাত হয়ে যাবে (wiped out)। যখনই নির্বাচন আসে তখনই বিজেপি সেনাকে আক্রমণ (attacks) করে। এই সময়ে যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে বিজেপি কিছু দেশে আক্রমণ করবে।"
Katihar | "Exactly 8.5 yrs from now, country's name will be included among 'Hijdon ki fauj.' After 8.5 yrs, current Army men will retire & training of these Agniveers won't be complete...Whoever gave this idea should be hanged," says Surendra Yadav, Bihar's Co-operative Minister. pic.twitter.com/0vCizm0sbd
— ANI (@ANI) February 23, 2023
'Hijron Ki Fauj': Bihar Minister Surendra Yadav 'insults' the braves of Indian Army.
We respect the Army & condemn this statement: JDU's Sunil Singh
Saket with more inputs on the story.#SurendraYadav #Bihar | @roypranesh pic.twitter.com/6mXgLhmK3i
— TIMES NOW (@TimesNow) February 23, 2023