Photo Credits: ANI

পাটনা: জাতীয় নির্বাচন কমিশনের (National Election Commission) কাছে অবিলম্বে লোকসভা নির্বাচন (Lok Sabha Elections) করানোর অনুরোধ জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar)। বুধবার বিহারে (Bihar) একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে মুখ খোলেন তিনি।

এপ্রসঙ্গে জনতা দল (ধর্মনিরপেক্ষ)-এর নেতা নীতীশ কুমার বলেন, "আমি সবসময়ই বলি যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই লোকসভা নির্বাচন করা উচিত। এটা খুবই ভালো হয় যদি নির্বাচনের তাড়াতাড়ি আয়োজন করা হয়। কিন্তু, কেউ জানেই না যে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে। তাই আমি অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠিত করার।" আরও পড়ুন: Cyclone Biparjoy: প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে নিরাপদে চলাফেরা করতে গোটা গ্রাম দড়ি দিয়ে বেঁধেছেন জামনগরের বাসিন্দারা, অভিনব ভিডিয়ো

দেখুন ভিডিয়ো: