Bihar Assembly Elections 2020: করোনা আবহে বিহারে ৩ দফায় বিধানসভা নির্বাচন, নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন

করোনা আবহে দেশে প্রথম ভোট হচ্ছে বিহারে (Bihar Assembly Elections 2020)। সেখানে বিধানসভা নির্বাচনের ডঙ্কা বেজে গেল। নির্বাচন কমিশন শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। কঠোরভাবে কোভিড নিয়ম মেনে নীতীশ-লালুর রাজ্যে তিন দফায় ভোট হবে বলে জানিয়েছে কমিশন। বিহারে প্রথম দফার ভোট ২৮ অক্টোবর। এরপর দ্বিতীয় দফায় ৩ নভেম্বর এবং তৃতীয় ও শেষ দফায় ৭ নভেম্বর হবে ভোট গ্রহণ। প্রথম দফায় ৭১টি, দ্বিতীয় দফায় ৯৪টি এবং তৃতীয় দফায় ৭৮টি আসনে ভোটগ্রহণ করা হবে। ভোটগণনা হবে ১০ নভেম্বর, ওই দিনই ফলপ্রকাশ।

Close
Search

Bihar Assembly Elections 2020: করোনা আবহে বিহারে ৩ দফায় বিধানসভা নির্বাচন, নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন

করোনা আবহে দেশে প্রথম ভোট হচ্ছে বিহারে (Bihar Assembly Elections 2020)। সেখানে বিধানসভা নির্বাচনের ডঙ্কা বেজে গেল। নির্বাচন কমিশন শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। কঠোরভাবে কোভিড নিয়ম মেনে নীতীশ-লালুর রাজ্যে তিন দফায় ভোট হবে বলে জানিয়েছে কমিশন। বিহারে প্রথম দফার ভোট ২৮ অক্টোবর। এরপর দ্বিতীয় দফায় ৩ নভেম্বর এবং তৃতীয় ও শেষ দফায় ৭ নভেম্বর হবে ভোট গ্রহণ। প্রথম দফায় ৭১টি, দ্বিতীয় দফায় ৯৪টি এবং তৃতীয় দফায় ৭৮টি আসনে ভোটগ্রহণ করা হবে। ভোটগণনা হবে ১০ নভেম্বর, ওই দিনই ফলপ্রকাশ।

রাজনীতি Shammi Huda|
Bihar Assembly Elections 2020: করোনা আবহে বিহারে ৩ দফায় বিধানসভা নির্বাচন, নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন
নীতীশ কুমার ও তেজস্বী যাদব (Photo Credits: File Image)

নতুন দিল্লি, ২৫ সেপ্টেম্বর: করোনা আবহে দেশে প্রথম ভোট হচ্ছে বিহারে (Bihar Assembly Elections 2020)। সেখানে বিধানসভা নির্বাচনের ডঙ্কা বেজে গেল। নির্বাচন কমিশন শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। কঠোরভাবে কোভিড নিয়ম মেনে নীতীশ-লালুর রাজ্যে তিন দফায় ভোট হবে বলে জানিয়েছে কমিশন। বিহারে প্রথম দফার ভোট ২৮ অক্টোবর। এরপর দ্বিতীয় দফায় ৩ নভেম্বর এবং তৃতীয় ও শেষ দফায় ৭ নভেম্বর হবে ভোট গ্রহণ। প্রথম দফায় ৭১টি, দ্বিতীয় দফায় ৯৪টি এবং তৃতীয় দফায় ৭৮টি আসনে ভোটগ্রহণ করা হবে। ভোটগণনা হবে ১০ নভেম্বর, ওইদিনই ফলপ্রকাশ। আরও পড়ুন-Bharat Bandh Updates: ‘সরকার আমাদের অন্নদাতাদের পুতুলে পরিণত করল’, কৃষি বিরোধী বিলের প্রতিবাদে সরব তেজস্বী যাদব

২৪৩ আসনের বিহার বিধানসভায় প্রার্থীদের ভাগ্য নির্ধারণের জন্য তিন দফায় ভোটের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান, “এই ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনী বিধি লাগু হয়ে যাবে। নির্দেশিকা মেনে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন সবিস্তার আয়োজন করেছে।” ভোটগ্রহণের সময় কোনওভাবেই যাতে কোভিড-১৯ ছড়িয়ে না পড়ে, সে জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কমিশন। সুনীল অরোরা জানিয়েছেন, ৭ লাখের উপর স্যানিটাইজারের ইউনিট, ৪৬ লাখেরও বেশি মাস্ক, ৬ লাখ পিপিই কিট, ৬.৭ লাখের বেশি ফেস-শিল্ড, ২৩ লাখের উপর হ্যান্ড-গ্লাভসের আয়োজন করা হয়েছে। আর ভোটারদের জন্য ৭.২ কোটি একবার ব্যবহারযোগ্য হ্যান্ড গ্লাভসের ব্যবস্থা করা হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনারের কথায়, “কোভিড ১৯ পরিস্থিতিতে বিশ্বজুড়ে হওয়া যাবতীয় বৃহত্তম নির্বাচনগুলির মধ্যে বিহারের নির্বাচন অন্যতম। ভোটের সময় কোভিড নির্দেশিকা মেনে চলার জন্য নোডাল হেলথ অফিসিয়াল নিয়োগ করা হবে।” ২৯ নভেম্বর শেষ হয়ে যাচ্ছে বিহার বিধানসভার মেয়াদ।

শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change