Basirhat Lok Sabha Constituency: প্রার্থী, ইতিহাস, ফলাফল, কে জিততে পারে
নুসরত কি পারবেন টলিউড থেকে সাংসদে জেতে! (Photo Credits: Instagram)

বাদুড়িয়া (Baduria), হাড়োয়া (Haroa), মিনাখা (Minakha)-সংরক্ষিত, সন্দেশখালি (Sandeshkhali)-সংরক্ষিত, বসিরহাট দক্ষিণ (Basirhat Dakshin) , বসিরহাট (উত্তর), হিঙ্গলগঞ্জ (সংরক্ষিত)-এই সাতটি বিধানসভা নিয়ে বসিরহাট লোকসভা গঠিত। খুব কঠিন লড়াই হতে চলেছে এই কেন্দ্রে। গতবার এই কেন্দ্র থেকে জিতলেও এবার ইদ্রিশ আলিকে প্রার্থী করেনি তৃণমূল। ২০০৯ লোকসভা জেতা নুরুল ইসলাম (Nurul Islam)-কেও ২০১৪ ভোটে প্রার্থী করেননি দিদি। এবার এখানে তৃণমূলের বাজি টলিউড নায়িকা নুসরত জাহান (Nusrat Jahan)। বিজেপি এই কেন্দ্রে জেতার ব্যাপারে আশাবাদী। ১৯৮০-২০০৪ লোকসভা পর্যন্ত যে আটটা লোকসভা নির্বাচন হয়েছে, সেগুলির সবগুলিতেই সিপিএম (CPM) জিতেছিল। এই লোকসভায় পালাবদল হয় ২০০৯ লোকসভা থেকে। সেবার থেকে গত দুবার তৃণমূলই জিতে আসছে।

২০১৯ লোকসভা নির্বাচনের প্রার্থীরা 

নুসরত জাহান (তৃণমূল)

সায়ন্তন বসু (বিজেপি)

পল্লব সেনগুপ্ত (সিপিআই)

আব্দুর রহিমন কাজি (কংগ্রেস)

২০১৪ লোকসভা নির্বাচনের ফলাফল

ইদ্রিশ আলি (তৃণমূল)- ৪,৯২,৩২৬টি ভোট

নুরুল হুডা (সিপিআই)-৩,৮২,৬৬৭ টি ভোট

শমীক ভট্টাচার্য (বিজেপি)- ২,৩৩,৮৩৭টি ভোট

আব্দুর রহিম কাজি (কংগ্রেস)- ১,০২,১৩৭টি ভোট

সিদ্দিকুল্লা চৌধুরী (এআইইউডিএফ)-২৫,১৭৮টি ভোট

ফলাফল- ইদ্রিশ আলি (তৃণমূল) জয়ী ১,০৯,৬৫৯ ভোটের ব্যবধানে।

কে এগিয়ে

কঠিন লড়াইয়ে প্রচারে ঝড় তুলে এগিয়ে নুসরত জাহান (তৃণমূল)। কিছু এক্সিট পোলে বিজেপি-কে এগিয়ে রাখা হয়েছে।