Photo Credits: ANI

গুয়াহাটি: ত্রিপুরা (Tripura) কোনওদিন ভাগ হবে না বলে দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma)। এর জন্য দরকার পড়লে তিপ্রামোথার (Tipra Motha) সঙ্গে কাজ করতেও কেন্দ্র (Central Govt) এবং ত্রিপুরার নতুন সরকারের (new Govt of Tripura) কোনও আপত্তি নেই বলেও শনিবার মন্তব্য করলেন তিনি।

এপ্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী বলেন, "প্রথম ও শেষ পর্যন্ত একটাই কথা হল ত্রিপুরা কোনওদিন ভাগ (divided) হবে না। এই রাজ্য একই থাকবে। তবে উপজাতি (tribals) সম্প্রদায়ের মানুষের বিষয়গুলির অবশ্যই সমাধান করা হবে। আমি বিশ্বাস করি ত্রিপুরার নতুন সরকার ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে এই বিষয়গুলির সমাধান করবে। আর যদি দরকার হয় তাহলে কাজ করবে তিপ্রামোথার সঙ্গেও।"

এরপরই সিপিএম-সহ বামদলগুলি এবং কংগ্রেসকে তীব্র আক্রমণ করে তিনি আরও বলেন, "বাম (Left) ও কংগ্রেস (Congress) শুধুমাত্র প্রচারের ঝড়ই (hype) তুলতে পারবে, কখনই কোনও সুযোগ পাবে না। নির্বাচন (Elections) হয়ে গেছে আর তাদের প্রচারের ফানুসও ফেটে গেছে। সবার সামনে ধরা পড়ে গেছে আসল সত্যিটা।" আরও পড়ুন: Gold Bricks: দুবাই ফেরত যাত্রীর থেকে ১০ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করল চণ্ডীগড় বিমানবন্দরের আয়কর বিভাগ