তেলাঙ্গানা: রবিবার তেলাঙ্গানার (Telangana) করিমনগরে (Karimnagar) জনসভা করতে গিয়ে ভূমিপুত্র আসাদউদ্দিন ওয়াইসিকেই (AIMIM MP Asaduddin Owaisi ) চ্যালেঞ্জ জানিয়ে বসলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Assam CM Himanta Biswa Sarma)। বললেন, এই বছরের মধ্যেই আরও ৩০০টি মাদ্রাসা (Madrassas) বন্ধ করবেন। পাশাপাশি একটা রাজ্য জিতে কংগ্রেস (Congress) বেশি লাফালাফি করছে বলেও কটাক্ষ করেন তিনি।
দুপুরে তেলাঙ্গানার রাজধানী হায়দরাবাদে পৌঁছনোর পর প্রথমে কংগ্রেসের প্রসঙ্গে কটাক্ষ করতে শোনা যায় তাঁকে। বলেন, "ওরা একটা মাত্র রাজ্যেই জিতেই এমন করছে যেন ভারতের মধ্যে বড় একটা বিষয় করে ফেলেছে। আমরা একাধিক রাজ্যে জিতেছি, কিন্তু কখনও আমরা এত ওভার রিঅ্যাক্ট করিনি।"
#WATCH | ..."They (Congress) just won in one state and making a big deal out of India, we have won in several states but we never overreacted...": Himanta Biswa Sarma, Assam CM on Karnataka election results#KarnatakaElection pic.twitter.com/qFVuZ4HVro
— ANI (@ANI) May 14, 2023
পরে সন্ধ্যায় করিমনগরে জনসভা করতে গিয়ে সোজাসুজি হায়দরাবাদের মিম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি বলেন, "আমরা অসমে লাভ জেহাদ (love jihad) বন্ধ করতে কাজ করছি। পাশাপাশি কাজ করছি অসমের মাদ্রাসা বন্ধ করার জন্য। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর অসমে ৬০০টি মাদ্রাসা বন্ধ করেছি। আমি ওয়াইসিকে বলতে চাই আমি এই বছরেই ৩০০টি মাদ্রাসা বন্ধ করব।"
#WATCH | Telangana: "We're working to stop love jihad in Assam, and we're also working towards closing down Madrassas in Assam. After I became CM, I closed 600 Madrassas in Assam...I want to tell Owaisi that I will close 300 more Madrassas this year...":Assam CM Himanta Biswa… pic.twitter.com/mPm8c4BKpc
— ANI (@ANI) May 14, 2023