আরামবাগ লোকসভা কেন্দ্র

হুগলী জেলার এই কেন্দ্রটি একেবার লাল দুর্গ ছিল। সিপিএমের দাপুটে নেতা অনিল বসু এই কেন্দ্র থেকে সারা দেশে রেকর্ড ভোটে জেতার নজির গড়েছিলেন। কিন্তু গোটা রাজ্যের সবচেয়ে নিরাপদ বাম আসনে তৃণমূল গতবার প্রথমবার সিপিএমকে এখানে হারায়। অনিল বসু এখান থেকে সাতবারের সাংসদ ছিলেন। তাঁর মৃত্যুর পর এই প্রথম ভোট হচ্ছে। বাম সংগঠন এখন অনেকটাই দুর্বল হয়েছে। বিজেপি নিজেদের ছড়ানোর কাজটা ভালই করছে।

২০১৯ লোকসভা কেন্দ্রের প্রার্থীরা

অপরূপা পোদ্দার (তৃণমূল)

শক্তিমোহন মালিক (সিপিএম)

তপন রায় (বিজেপি)

জ্যোতিকুমারী দাস (কংগ্রেস)

২০১৪ লোকসভার ফলাফল

অপরূপা পোদ্দার (তৃণমূল)- ৭,৪৮,৭৬৪টি ভোট

শক্তিমোহন মালিক (সিপিএম)- ৪,০১,৯১৯টি ভোট

মধুসুদন বাগ (বিজেপি) - ১,৫৮,৪৮০টি ভোট

শম্ভুনাথ মালিক (কংগ্রেস)- ২৭,৮৭২টি ভোট

ফলাফল-অপরূপা পোদ্দার (তৃণমূল) জয়ী ৩,৪৬,৮৪৫ ভোটে

কে এগিয়ে

অনেকটা এগিয়ে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার।