মুম্বই, ২৭ নভেম্বর: চারদিন আগে কাকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা কেরে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন অজিত পাওয়ার (Ajit Pawar)। তাঁর শিবির বদলে দল ভাঙনের জল্পনা শুরু হয়ে গিয়েছিল। এই ঘটনা তার প্রভাবে পারিবারিক সম্পর্কেও চিড় ধরতে পারে বলে মনে হয়েছিল অনেকের। তবে বুধবার বিধানসভায় শপথ গ্রহণের আগে যে ভাবে দাদা অজিত পাওয়ারকে স্বাগত জানালেন শরদ-কন্যা সুপ্রিয়া সুলে (Supriya Sule), তাতে বন্ধন আরও দৃঢ় হওয়ার ছবিই ধরা পড়ল। সুপ্রিয়া নিজেও জানিয়েছেন, অজিতের সঙ্গে সম্পর্ক একই রয়েছে। তাঁর কথায়, ‘‘দাদা (অজিত পওয়ার)-র সঙ্গে সম্পর্কে কখনও চিড় ধরেনি। দলে সকলেরই একটা ভূমিকা রয়েছে... তা পালন করে দলকে এগিয়ে নিয়ে যাওয়াটা তাঁদের দায়িত্ব।’’
সুপ্রিয়ার মতো অজিতও এ দিন দলের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছেন। বলেছেন, ‘‘আমি কেবলমাত্র এনসিপির সঙ্গে রয়েছি।’’ তিন দলের জোট সরকার গড়ার সময় যখন আলোচনা চালাচ্ছে, সে সময়ই জোটকে চমকে দিয়ে বিজেপি শিবিরে যোগ দিয়েছিলেন অজিত পাওয়ার। সেই সিদ্ধান্তকে অজিতের ‘ব্যক্তিগত’ আখ্যা দিলেও তাঁকে নিয়ে দলের অন্দরেই ক্ষোভ বাড়তে থাকে। পরিষদীয় দলনেতার পদ থেকে বাদ পড়ার পর এনসিপি থেকেও অজিতকে বহিষ্কারের জল্পনা শুরু হয়। তবে এনসিপি প্রধান তথা অজিতের কাকা শরদ পাওয়ার তাঁকে নিয়ে সব সময়ই ধৈর্য দেখিয়েছেন। তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত না নিয়ে অজিতকে দলে ফেরানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত বিদ্রোহে ইতি টেনে নিজের শিবিরেই ফিরে এসেছেন অজিত। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মঙ্গলবার দুপুরে উপমুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। আরও পড়ুন-General Bipin Rawat: আগামী মাসেই সেনাপ্রধানের পদ থেকে অবসর, প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছেন জেনারেল বিপিন রাওয়াত
Mumbai: NCP leader Supriya Sule welcomed Ajit Pawar at #Maharashtra assembly, earlier today before the special session of the assembly. pic.twitter.com/ddwUJuC833
— ANI (@ANI) November 27, 2019
Ajit Pawar: I have already said that I was with NCP and I am with NCP. Have they expelled me? Have you heard or read this anywhere? I am still with NCP pic.twitter.com/LChXrfEPkI
— ANI (@ANI) November 27, 2019
এনসিপিতে বা পরিবারের ভাঙনের জল্পনা তখন উধাও! শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে বেরিয়ে এসে অজিত বলেছেন, ‘‘দল যা সিদ্ধান্ত নেবে, তা-ই মেনে নেবেন।’’ অজিতের এই ‘ফিরে আসা’য় যেন আরও মজবুত হল বন্ধন। দলের পাশাপাশি পরিবারেরও! গোটা পর্বে অসীম পরিণতমনস্কতার পরিচয় দিয়েছেন সুপ্রিয়া। তুতো দাদা শিবির বদল করলেও তা নিয়ে প্রকাশ্যে বিষোদ্গার করেননি। বরং বলেছেন, ‘‘ক্ষমতা আসে-যায়, সম্পর্ক থেকে যায়।’’ সেই পরিণতমনস্কতাই দেখা গেল এ দিন মহারাষ্ট্রের বিধানভবনে।