হায়দরাবাদ: ২৮ মে নতুন সংসদ ভবনের (New Parliament building) উদ্বোধন ( inauguration) করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তারপর থেকেই বিতর্কের ঝড় উঠেছে দেশের রাজনীতিতে। যেভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নয়া ভবনের উদ্বোধন করতে না গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এই ভবনের উদ্বোধন করেছেন তা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা।

বুধবার এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিম প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (AIMIM chief Asaduddin Owaisi) এপ্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চরম আক্রমণ করেন। নরেন্দ্র মোদি কি শুধু হিন্দুদের প্রধানমন্ত্রী কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন।

হায়দরাবাদের মিম সাংসাদ এপ্রসঙ্গে বলেন, "নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শুধুমাত্র একটি মাত্র ধর্মের লোকদেরই সেখানে নিয়ে গেছিলেন। তাঁর উচিত ছিল সব ধর্মের (religion) মানুষদের সেখানে নিয়ে যাওয়া। কারণ, তিনি ভারতের ১৩০ কোটি মানুষেরই প্রধানমন্ত্রী, শুধুমাত্র হিন্দুদের (Hindus) নয়।" আরও পড়ুন: Akash Ambani - Shloka Ambani: আম্বানি পরিবারে সুখবর, কন্যা সন্তানের জন্ম দিলেন শ্লোকা

দেখুন ভিডিয়ো: