Photo Credits: PTI

বেঙ্গালুরু: কর্নাটকের (Karnataka) হার থেকে সবার দৃষ্টি ঘোরাতেই তড়িঘড়ি নতুন তৈরি সংসদ ভবনের (New Parliament Building) উদ্বোধন (inauguration) করা হচ্ছে বলে কটাক্ষ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলট (Rajasthan CM Ashok Gehlot)। শনিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সিদ্দিরামাইয়া ও ডিকে শিবকুমার। সেই উপলক্ষে শুক্রবার বেঙ্গালুরুতে (Bengaluru) এসেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

আর বেঙ্গালুরুতে পৌঁছনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী মোদি (PM Modi) সবকিছু ঠিক আছে (everything's fine) এই বার্তা সবাইকে দিতে রাজনীতি (politics) করছেন। তারা কর্নাটকে বড় রকমের হারের মুখোমুখি হয়েছে। আর সেই দিক থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে তাড়াহুড়ো করে নতুন সংসদ ভবনের উদ্বোধন করছে। এই মানুষরা আগামী দিনে এর উপযুক্ত জবাব পাবে।"

দেখুন ভিডিয়ো:

দেখুন ভিডিয়ো:

কর্নাটকের জয় নিয়ে তিনি আরও বলেন, "কর্নাটকের উন্নয়নের জোয়ার বইবে। আমরা আশা করি অন্যান্য রাজ্যগুলিতেও তা ছড়িয়ে পড়বে। ইতিমধ্যে দেশ বিজেপির জন্য প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিরোধীদের ভয় দেখানোর জন্য ওরা হিংসার আশ্রয় নিচ্ছে। যখন তখন ইডি ও সিবিআই দিয়ে রেড করাচ্ছে। ওদের জন্য গণতন্ত্র বিপদের মধ্যে রয়েছে।"