Asaduddin Owaisi On Palestinian: ইজরায়েল-পালেস্তাইন যুদ্ধ নিয়ে কী বললেন আসাদউদ্দিন ওয়াইসি, দেখুন ভিডিয়ো
Photo Credits: ANI

জয়পুর:  ইজরায়েলে (Israel) হামাস (Hamas) জঙ্গি গোষ্ঠীর হামলার পর থেকে শুরু হয়ে গেছে তুমুল সংঘর্ষ। পালেস্তাইনের (Palestinian) অংশে থাকা গাজাকে (Gaza) প্রায় ধ্বংসই করে দিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী (IDF)। যার নিন্দা করছেন অনেকেই। আবার কেউ কেউ হামাসকে সমর্থনের জন্যই সাধারণ পালেস্তাইনবাসীর এই অবস্থা হয়েছে বলে দাবি করছেন। শনিবার এপ্রসঙ্গে মুখ খুললেন মিম প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (AIMIM Chief Asaduddin Owaisi)। মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) কথা মনে করিয়ে দিয়ে সমর্থন করলেন পালেস্তাইনকে।

রাজস্থানের (Rajasthan) জয়পুরে (Jaipur) একটি জনসভায় যোগ দিতে গিয়ে এপ্রসঙ্গে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, "আমি আমাদের দেশের মানুষকে (people of our nation) বলতে চাই যে মহাত্মা গান্ধী বলেছিলেন প্যালেস্তাইন হল আরবদের ভূমি (land of Arabs) যেমন ইংল্যান্ড (England) ইংরেজদের ভূমি (land of English) আর ফ্রান্স (France) ফরাসিদের (land of French)। আমরা সবসময় মনে করি যে প্যালেস্তাইনীয়দেরও নিজেদের দেশ (own independent nation) থাকা উচিত।" আরও পড়ুন: Delhi Shocker: সুইজারল্যান্ডের মহিলার হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার, ঘটনা ঘিরে চাঞ্চল্য

দেখুন ভিডিয়ো: