Congress Flag (Photo Credit- PTI)

তিরুবনন্তপুরম, ১৪ সেপ্টেম্বর:  রাহুল গান্ধীর "ভারত জোড়ো যাত্রা"র অংশ হতে চলেছে ত্রিশূরের কংগ্রেস কার্যালয়। এদিকে আগেভাগেই কেরালার কংগ্রেস নেতৃত্বের (Kerala Congress ) মুখ পুড়ল। কারণ আচমকাই খবর পাওয়া গেল, ত্রিশূরের ও কংগ্রেস কার্যালয়ের রং করা হয়েছে গেরুয়া। আরও পড়ুন- King Charles III Loses His Calm: সিংহাসনে বসতে না বসতেই মেজাজ হারালেন রাজা তৃতীয় চার্লস, কিন্তু কেন?

এদিকে বিষয়টি জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে থাকে কংগ্রেস। বেগতিক বুজে ভুল শুধরে নিতে উঠেপড়ে লাগেন স্থানীয় কংগ্রেস কর্মীরা। ফের রঙের মিস্ত্রির ডাক পড়ে। গেরুয়া রাঙানো কংগ্রেস কার্যালয় নতুন করে সাদা রঙে সাজতে শুরু করেছে।

এতবড়ো ভুলের পরে রং মিস্ত্রির দাবি, তিনি কিছুই করেননি। তাঁকে যারা রং করার জন্য  ডেকেছেন, তাঁরাই এই গেরুয়া রং দিয়েছেন। অস্বস্তি এড়াতে জাতীয় পতাকার রঙে রাঙতে চলেছে ত্রিশূরের ওই কংগ্রেস কার্যালয়।