Abhishek Banerjee Slams Biplab Dev: ‘বিজেপি শাসিত ত্রিপুরার গণতন্ত্র দেখুন’, হামলার ভিডিও প্রকাশ করলেন অভিষেক
অভিষেকের গাড়িতে হামলা (PHoto Credits: @AbhishekBanerjee)

উদয়পুর, ২ আগস্ট: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সফর ঘিরে উত্তপ্ত গোটা ত্রিপুরা৷ এদিন আগরতলা বিমানবন্দরে নেমে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে যান অভিষেক৷ পথেই তাঁর গাড়ি ঘিরে কালো পতাকা দেখানো থেকে শুরু করে ওঠে গো-ব্যাক স্লোগানও৷ এমনকী তৃণমূল সাংসদের গাড়ির উপরে হামলাও হয়৷ মন্দিরে যাওয়ার পথের পাশে বিজেপির কর্মী সমর্থকরা ভিড় কের স্লোগান দিতে থাকে৷ সঙ্গে গাড়ির কাচে পড়তে থাকে লাঠির বাড়ি৷ এহেন পরিস্থিতির মুখে পড়ে বিন্দুমাত্র বিচলিত হননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ হামলার ভিডিওটি করেন সুচারুভাবে৷ তারপর সেটি টুইটারে আপলোড করে অভিষেক লেখেন, “বিজেপি শাসিত ত্রিপুরার গণতন্ত্র দেখুন৷ দারুণ কৃতিত্ব বিপ্লব দেবের, রাজ্যকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন৷”  আরও পড়ুন-Abhishek Banerjee Is In Tripura Today: ত্রিপুরা সফরের আগেই ছিঁড়ল অভিষেক-মমতার হোর্ডিং, উত্তপ্ত আগরতলা

এদিকে সোমবার সকালে কুশাবাজার এলাকায় পতাকা লাগাতে গিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল নেতা-কর্মীরাও। যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত এবং সুদীপ লাহাদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে। দেবাংশুর সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়েছে বলে খবর৷ অন্যদিকে অভিষেকের ত্রিপুরা পৌঁছানোর আগেই রাতের অন্ধকারে তৃণমূলের বেশকিছু হোর্ডিং ও ব্যানার ছেঁড়া হল৷ যেগুলিতে অভিষেকের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও ছিল৷ গোটা ঘটনায় ত্রিপুরার তৃণমূল নেতৃত্বের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে৷ গোটা ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আহুল তুলেছেন আগরতলার তৃণমূল সভাপতি আশিষ লাল সিংহ৷ তিনি বলেন অভিষেককে স্বাগত জানাতে আগরতলা বিমানবন্দরের বাইরে বেশকিছু হোর্ডিং ও ব্যানার লাগানো হয়েছিল৷ সেগুলিকেই ছিঁড়ে ফেলা হয়েছে৷

এমনিতে প্রশান্ত কিশোরের আইপ্যাক টিমকে হোটেলে আটকে রেখেছে ত্রিপুরা প্রশাসন৷ এর সঙ্গে জুড়েছে হোর্ডিং ছেঁড়ার ঘটনা৷ সবমিলিয়ে বেশ উত্তপ্ত ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি৷ দিনে দিনে ত্রিপুরায় রাজনৈতিক কর্মসূচি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস৷ গতকাল সেখানকার প্রাক্তন মন্ত্রী-সহ বেশকিছু রাজনৈতিক নেতা তৃণমূলে যোগ দিয়েছেন আজ আবার অভিষেক আসছেন ত্রিপুরা সফরে৷ স্বাভাবিকভাবেই গোটা দেশের নজর এখন ত্রিপুরার দিকে৷ এদিন দুপুর সাড়ে ৩টে নাগাদ আগরতলার একটি হোটেলে সাংবাদিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।