নয়াদিল্লি: শুক্রবার বিহারের (Bihar) পাটনাতে (Patna) আয়োজিত বিজেপি বিরোধী দলগুলির (opposition parties) বৈঠকে উপস্থিত ছিলেন আম আদমি পার্টির (AAP) প্রতিনিধি। তবে বৈঠক শেষ হওয়ার যৌথ সাংবাদিক সম্মেলনে দেখা যায়নি তাঁদের প্রতিনিধিকে। তখন জল্পনা শুরু হয়েছিল বৈঠকে উপস্থিত থাকলেও আদতে কি লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটে সামিল হবে আপ! নাকি তার বাইরে থেকে একক ভাবে লড়াই চালাবে তারা।
শুক্রবার বিকেলে বিরোধী জোটের নেতাদের বৈঠক শেষে সেই বিষয়টি অনেকটাই খোলসা করে দিলেন আপের মুখপাত্র জেসমিন শাহ (AAP spokesperson Jasmine Shah)। এপ্রসঙ্গে তিনি বলেন, "কংগ্রেস (Congress) ছাড়া বাকি ১১টি বিরোধী রাজনৈতিক দল (11 opposition parties) পরিষ্কার জানিয়ে দিয়েছে যে দিল্লি সরকারের (Delhi govt) ক্ষমতা খর্ব করার জন্য কেন্দ্রীয় সরকার যে অর্ডিন্যান্স (Centre's ordinance) এনেছে তারা সবাই মিলে তার বিরোধিতা (against) করবে। আমরা খুব বিশ্বস্ত সূত্রে (reliable sources) জানতে পেরেছি যে কংগ্রেস এই অর্ডিন্যান্সের (ordinance) বিষয়ে বিজেপিকে রাজ্যসভায় (Rajya Sabha) সমর্থন (support) করবে। যদি সেই ঘটনা ঘটে তাহলে আপের পক্ষে এটা খুবই কঠিন (difficult) হবে যে জোটে (alliance) কংগ্রেস আছে তাতে অংশ নেওয়া। পরিষ্কার ভাবে বললে কংগ্রেস যদি ওই অর্ডিন্যান্সের বিষয়ে রাজ্যসভায় বিজেপিকে সমর্থন করে তাহলে কংগ্রেস আছে এমন কোনও জোটে আপ থাকবে না।" আরও পড়ুন: Lalu Prasad Yadav: রাহুল গান্ধীকে বিয়ে নিয়ে ঠাট্টা লালুর, বললেন 'তোমার বিয়ে করা উচিত ছিল', দেখুন ভিডিয়ো
All other 11 opposition parties except Congress clearly expressed their stand against the Centre's ordinance on the Delhi govt. As per reliable sources, it has come to our knowledge that Congress will support BJP on this ordinance in Rajya Sabha. If this continues, then it will… pic.twitter.com/XsPGx3O2FM
— ANI (@ANI) June 23, 2023