Photo Credits: PTI

নয়াদিল্লি: দেশজুড়ে অভিন্ন দেওয়ানি নীতি (Uniform Civil Code) চালু করার বিষয়ে অনেক দিন ধরেই আলোচনা চালাচ্ছে বিজেপি (BJP)। ২০১৪ সালে তাদের সরকার কেন্দ্রের (Central) ক্ষমতা আসীন হওয়ার পর থেকেই এই বিষয়ে জল্পনা চলছে। সম্প্রতি জুনের এক তারিখ থেকে ৩০ পর্যন্ত সময় দিয়ে এই বিষয়ে মতামত চাওয়া হয়েছে দেশের সাধারণ নাগরিক, বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে। আর মাত্র দুদিন বাকি রয়েছে সেই সময়সীমার। এর মাঝেই বুধবার এই বিষয়ে মুখ খুলে ভারতজুড়ে অভিন্ন দেওয়ানি আইন চালু করার বিষয়ে আম আদমি পার্টি (Aam Adami Party) যে কেন্দ্রীয় সরকারের পাশেই আছে সেই বার্তা দিলেন আপ নেতা সন্দীপ পাঠক (AAP leader Sandeep Pathak)। এই নীতির বিষয়ে তাঁরা যে আগের অবস্থানে অনঢ় রয়েছে তা বুঝিয়ে দিলেন।

এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আদর্শ (principle) অনুযায়ী আমরা অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করি। সংবিধানের আর্টিকেল ৪৪-এ (Article 44) পরিষ্কার বলা রয়েছে দেশে (country) অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হোক। তাই সমস্ত ধর্মীয় সংগঠন (all religions organizations), রাজনৈতিক দল (political parties) ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে (NGO) নিয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা (wide consultation) করে ঐক্যমতের (consensus) ভিত্তিতে এই নীতি চালু করা দরকার।" আরও পড়ুন: Viral Video: ৫ ঘণ্টায় রোজগার ৪০ টাকা, হু হু করে কেঁদে ফেললেন অটো চালক, দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো: