নয়াদিল্লিঃ শেষ দফার নির্বাচন (Lok Sabha Election 2024) শেষ। এ বার অপেক্ষা ৪ ঠা জুনের। সে দিকেই তাকিয়ে গোটা দেশ। আর এ বার সরকারি কাজে সক্রিয় হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এ দিন ৭ টি বৈঠক করবেন তিনি। প্রথম বৈঠক উত্তর-পূর্ব ভারতের প্রাকৃতিক বিপর্যয়। এই বৈঠকে অসমের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। দ্বিতীয় বৈঠকে দেশজুড়ে তাপপ্রবাহ নিয়ে আনলোচনা করবেন বলে খবর। তাপপ্রবাহের জেরে দেশের বিভিন্ন অংশে প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। এই পরিস্থিতি থেকে বাঁচার উপায় খুঁজতে চান খোদ প্রধানমন্ত্রীও। তাই সে ব্যাপারেই আলোচনা করবেন বলে খবর। এ ছাড়া চলতি বছরে বড় করে পালিত হবে পরিবেশ দিবস, সে ব্যাপারেও আজকের বৈঠকে আলোচনা হবে। জয়ের হ্যাটট্রিক নিয়ে আশাবাদী মোদী। আবার ফিরছে মোদী সরকার আত্মবিশ্বাসের সঙ্গে সে কথা জানিয়েছেন। শুধু তাই নয়, নতুন সরকার গঠন হলে পরবর্তী ১০০ দিনে কী কাপ হবে সেই পরিকল্পনা তৈরি, তা আগেই ঘোষনা করেছিলেন। আজ সেই বিষয়েও আলোচনা হতে পারে বলে খবর।
PM Narendra Modi to become PM for the 3rd consecutive term according to the polls and today he's going to hold 7 meetings today on to review post-cyclone situation, then, he will hold a meeting to review the heatwave situation in the country, then, a long brain-storming session… pic.twitter.com/ROCJWXnlYh
— United Indian (@TheUnitedIndia2) June 2, 2024
এই খবরটিও পড়ুনঃ গণনা শুরুতেই অরুণাচলে গেরুয়া ঝড়, ১৩ টি আসনে এগিয়ে বিজেপি