Cartons of liquor hidden in Bihar village pond. (Photo Credits: Twitter/ANI)

হোলিতে মদের চাহিদা আকাশছোঁয়া। কিন্তু মদ সম্পূর্ণ নিষিদ্ধ বিহারে। এমন সময়ে মদ বিরোধী অভিযান জোরদার করেছে নীতীশ কুমার প্রশাসন। অন্যদিকে, মদের চোরাচালানকারীরাও চাহিদার কথা মাথায় রেখে বড় ঝুঁকি নিয়ে আসরে নেমেছেন। বিহারের বৈশালী জেলায় হোলির আগে মদের চোরাকারবারীদের ধরতে বড় অভিয়ান চালায় পুলিশ। এমনই এক অভিযানে মহুয়া পুলিশ স্টেশন অঞ্চলের হরিপুর গ্রামের এক মাছচাষের পুকুর থেকে উদ্ধার হল কয়েক লক্ষ টাকার মদের বোতল ভর্তি কার্টুন। মাছের সারের বস্তার সঙ্গে পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল বোতলগুলি।

গোপন সূত্রে খবর পেয়ে পুকুরে লোক নামিয়ে উদ্ধার করে বেশ কয়েকটি বস্তা। সেগুলোর মধ্যে কয়েকটিতে ছিল মাছের খাবার, সার জাতীয় জিনিস। আর বাকিগুলিতে মদের কার্টুন। পুলিশ জানায় মোট ১৭টি মদের কার্টুন উদ্ধার করা হয়েছে। যাদের বাজার মূল্য লক্ষাধিক। হোলির কথা মাথয় রেখে হরিয়ানা থেকে আনা হয়েছিল মদের কার্টুনগুলি। উদ্ধার হওয়া মদের কার্টুনগুলিতে লেখা ছিল, হোলি স্পেশাল। আরও পড়ুন-আশ্রমে ভোগ নিবেদন করা নিয়ে বচসার জেরে বাচ্চা মেয়েকে মারধর, গ্রেফতার ৩ অভিযুক্ত

এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত হয়েছে, এটা কোনও বড় মদ মাফিয়া চক্রের কাজ। এরকম আরও বেশ কিছু জায়গায় মদের বোতল লুকিয়ে রাখা আছে বলে পুলিশের সন্দেহ। পুকুরটিতে থেকে ১৫০ লিটারের বেশী মদ উদ্ধার হয়েছে বলে খবর।

২০১৬ সাল থেকে বিহারে সম্পূর্ণ নিষিদ্ধ মদ বা অ্যালকোহল। তবে নীতীশ কুমারের প্রশাসনের এমন সিদ্ধান্তের পর বিহারে বিষমদে মৃত্যুর ঘটনা বেড়েছে।