জয়পুর, ১৭ জুন: আজমেঢ় শরীফের সুফি খাজা মইনউদ্দিন চিশতিকে নিয়ে অপ্রীতিকর মন্তব্যের অভিযোগ। গুরুতর অভিযোগ উঠল নিউজ-১৮ সংবাদ মাধ্যমের টিভি উপস্থাপক অমিশ দেবগনের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে খাজা বাবার দরগার তরফে একজন খাদিম ওই উপস্থাপকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এই প্রসঙ্গে আজমেঢ় শরীফের তরফে সৈয়দ সারওয়ার চিশতি বলেন, “ অমিশ দেবগন মুসলিমদের বিরুদ্ধে সাম্পর্দায়িক অ্যাজেন্ডা নিয়েছেন। তবে খাজা মইনউদ্দিন চিশতির দরগা দর্শনে শুধু মুসলিমরা যান না। সর্ব ধর্মের মানুষ খাজা বাবার দরগায় যায়। তাই ওই উপস্থাপকের মন্তব্য সবার আবেগকেই আঘাত করেছে।” বিষয়টি জানাজানি হতেই টুইট করে ক্ষমা চেয়েছেন অমিশ দেবগন। আরও পড়ুন-Cycle Girl Jyoti Kumari: লকডাউনে বাবাকে সাইকেলে নিয়ে ১২০০ কিমি পাড়ি দিয়েছিল কিশোরী জ্যোতি, এবার পুরস্কারের টাকায় দিল পিসির বিয়ে
In 1 of my debates,I inadvertently referred to ‘Khilji’ as Chishti. I sincerely apologise for this grave error and the anguish it may hv caused to followers of the Sufi saint Moinuddin Chishti, whom I revere. I have in the past sought blessings at his dargah.I regret this error
— Amish Devgan (@AMISHDEVGAN) June 16, 2020
তাঁর মন্তব্যে তিনি খাজা বাবার নামের সঙ্গে আলাউদ্দিন খিলজিকে জুড়েছিলেন। আর তাই নিয়েই শুরু হয় গুঞ্জন। পরে ক্ষমা চেয়ে নিয়ে ওই উপস্থাপক জানান, তিনিও ওই দরগায় খাজা বাবার দোয়া নিতে গিয়েছেন। এইভাবে মুখ ফসকে ভুল মন্তব্য করার জন্য দুঃখিত। এই প্রসঙ্গে দরগার এসএইতও দেব রাজ বলেন, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য তথ্যপ্রযুক্তি আইনেও একটি মামলা রুজু হয়েছে। আজমেঢ়ের পুলিশ সুপারের কাছে এনিয়ে একটি অভিযোর দায়ের সমাজকর্মী মুজাফ্ফর ভারতি। তাঁর অভিযোগ, সাম্প্রদায়িক বিষয় নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বিতর্ক টেনে অমিশ দেবগন ও তাঁর দলবল দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। খাজা মইনউদ্দিন চিশতিকে নিয়ে অমিশ দেবগন অত্যন্ত অপমান সূচক মন্তব্য করেছে, এটা সহনীয় নয়। খাজা বাবার দরগা হল সৌভাতৃত্ব ও সম্প্রীতির প্রতীক। খাজা বাবার দরগার প্রতি সারা বিশ্বের বিবিধ ধর্মের কোটি কোটি মানুষ ভালবাসা ও বিশ্বাস রয়েছে।