Representational Image (Photo Credits: Pixabay)

গাজিয়াবাদের (Ghaziabad) মোবাইলের দোকানে শাটার ভেঙে চলল যথেচ্ছ লুটপাট। যদিও দোকানের মালিকের অভিযোগ দায়ের করার ২৪ ধন্টার মধ্যেই এই ঘটনায় যুক্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তাঁদের থেকে উদ্ধার হল ৫ লক্ষ টাকার ফোন। সেই সঙ্গে তাঁদের বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। জানা যাচ্ছে, ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়েছিল। উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় মোবাইল ছিনতাই করে পালাত। তবে তাঁরা এতদিন পলাতক ছিল। অবশেষে রবিবার সকালে ভাদোহি জেলায় দোকানে লুটপাট চালানোর ঘটনায় আদিত্য ও আকাশ নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধার ৫ লক্ষ টাকার ফোন

পুলিশসূত্রে খবর, ভাদোহি জেলার কেদোয়ারিয়া এলাকায় শুক্র-শনিবার ভোররাতে দুই দুষ্কৃতি একটি মোবাইলের দোকানে শাটার ভেঙে লক্ষাধিক টাকার মোবাইল ফোন চুরি করে। সকালে দোকানের মালিক থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। তারপরেই পুলিশ সক্রিয় হয়ে তল্লাশি অভিযান শুরু করে। আর তাতেই মেলে সাফল্য। রবিবার সকালে মুরাদনগর থানা এলাকায় তাঁদের পাকড়াও করা হয়। উদ্ধার হয় কমপক্ষে ৫ লক্ষ টাকার ফোন।

ধৃতরা দাগী আসামী

ইতিমধ্যেই ফোনগুলি দোকানের মালিক ও যাঁদের পকেট থেকে চুরি গিয়েছিল, তাঁদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। ধৃতদের মধ্যে আদিত্যের বিরুদ্ধে ৬টি মামলা ও আকাশের বিরুদ্ধে ৪টি মামলা আগে থেকেই রুজু করা ছিল। এবং সবকটি ছিনতাই অভিযোগ ছিল বলে দাবি পুলিশের।