Photo Credits: ANI

মোগা : আবেদন-নিবেদনে কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়েই মাঠে নেমে পড়েছে দমকল, কৃষি ও পুলিশ কর্মীরা। বৃহস্পতিবার পাঞ্জাবের মোগায় একটি চাষের জমিতে আগুন নেভাতে (doused) দেখা গেল পুলিশ কর্মীদের (police)।

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে মোগার এসএসপি জে এলানচেজিয়ান (SSP Moga J Elanchezhian) বলেন, "সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুসারে, মোগা পুলিশ (Moga police) সিভিল প্রশাসনের (civil administration) সঙ্গে খড় (stubble) পোড়ানো বন্ধে কাজ করছে। মোগা জেলায়, মোট ২৯টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পুলিশ অফিসাররা মাঠে নেমে কাজ করছেন। অবিরাম টহল চলছে। আমরা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছি।" আরও পড়ুন: PM Modi In Udaipur: কংগ্রেসের তুষ্টির রাজনীতি রাজস্থানের ঐতিহ্যকে হুমকির মুখে ফেলেছে, ভিডিয়োতে শুনুন আরও কী বললেন মোদি

দেখুন ভিডিয়ো: