
দিল্লি, ২ এপ্রিল: পুলিশের জালে নকল সলমন খান (Fake Salman Khan)। কি শুনতে অবাক লাগছে তো? তাহলে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউয়ের (Lucknow) এই ঘটনা আপনাকে অবাক করে দেবে। রিপোর্টে প্রকাশ, লখনউয়ের ঠাকুরগঞ্জ এলাকায় আজম আলি আনসারি নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। রাস্তা আটকে রিল ভিডিয়ো বানাচ্ছিলেন আজম আলি আনসারি নামে ওই ব্যক্তি। বারবার নিষেধ করা সত্ত্বেও আজম কারও কথা শোনেননি। রাস্তা আটকে রিল ভিডিয়ো বানানোর জেরে মানুষ যখন অসুবিধার মধ্যে পড়তে শুরু করেন, তখনই প্রকৃত ঘটনার সূত্রপাত।
আজম আলি আনসারির রিল ভিডিয়ো (Reel Video) শ্যুটের জেরে রাস্তায় ট্রাফিক জ্যাম তৈরি হয়। ফলে পুলিশের কাছে চলে যায় খবর। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে জানতে পারে, আজম আলি আনসারি নিজেকে সলমন খান বলে দাবি করেন। অর্থাৎ সলমনের মত স্বাস্থ্য তৈরি করে মানুষের মাঝে রিল ভিডিয়োর মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের চেষ্টায় হঠাৎ করেই ওই ব্যক্তি রাস্তা আটকে অদ্ভুদ কাণ্ড কীর্তি জুড়ে দেন।
আরও পড়ুন: Salman Khan Breaks Silence On Death Threats: 'মরণ বাঁচন ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি', বললেন সলমন খান
লখনউ থেকে গ্রেফতার নকল সলমন খান...
लखनऊ के ठाकुरगंज क्षेत्र में एक घटना में नकली सलमान खान, जिसका असली नाम आज़म अली अंसारी है, को पुलिस ने गिरफ्तार कर लिया है. वह ग्लोब कैफे के सामने रील बनाने को लेकर लोगों से विवाद कर रहा था जिसके बाद सड़क पर जाम लग गया.
सूचना मिलने पर ठाकुरगंज पुलिस मौके पर पहुंची और जांच में… pic.twitter.com/QQ96w37IDO
— AajTak (@aajtak) April 2, 2025
রাস্তা আটকে, সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে রিল ভিডিয়ো বানানোর অভিযোগে পুলিশ আজম আলি আনসারি নামে ওই ব্যক্তিকে আটক করে। আটকের সময় আজম আলি আনসারির কাছ থেকে একটি লাইসেন্স প্রাপ্ত বন্দুকও উদ্ধার করা হয় বলে খবর।
পুলিশের কথায়, রাস্তা আটকে রিল যখন তৈরি করছিলেন আজম আলি আনসারি, সেই সময় তাঁর কাছে ছিল বন্দুক। লাইসেন্স থাকা সত্ত্বেও আজম আলি আনসারি কেন প্রকাশ্যে রাস্তায় ওইভাবে বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছিলেন, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।