নতুন দিল্লি, ২৫ অক্টোবর: পাকিস্তান অধিকৃত কাশ্মীর, গিলগিট ও বাল্টিস্তান (PoK and Gilgit Baltistan) ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান বেআইনিভাবে এই জায়গাগুলির দখল নিয়েছে। কাশ্মীর প্রশ্নে শুক্রবার এভাবেই প্রতিবেশী দেশকে ঠুকলেন ভারতের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত (Army Chief General Bipin Rawat)। বললেন, “আমরা যখন বলি সম্পূর্ণ জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir), তার মানে জম্মু ও কাশ্মীর, বাল্টিস্তান এবং অধিকৃত কাশ্মীর রয়েছে অন্যের দখলে আমাদের পশ্চিমের প্রতিবেশী এই জায়গাগুলিকে অন্যায়ভাবে দখল করে রেখেছে। পাকিস্তানের সরকার অধিকৃত কাশ্মীরকে নিজেদের শাসনে রাখতে পারেনি, তা রয়েছে জঙ্গিদের নিয়্ন্ত্রণে। পাক অধিকৃত কাশ্মীর আসলে সন্ত্রাসবাদীদের নিয়ন্ত্রিত একটি অংশ বা দেশ।”
সীমান্তে পাক জঙ্গি ও সেনাকে রুখতে ভারতীয় সেনার হাতে থাকুক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। এদিন এনিয়েই বক্তব্য রাখছিলেন সেনাপ্রধান রাওয়াত। তখন তিনি বলেন, সীমান্তে প্রহরারত সেনাদের হাতে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক রাইফেলটি যাতে থাকে তা আমায় নিশ্চিত করতে হবে। চলতি বছরের শেষেই মার্কিন মুলুক থেকে অত্যাধুনিক রাইফেল পৌঁছে যাবে সেনাবাহিনীর হাতে। গত রবিবারই পাক অধিকৃত কাশ্মীরে থাকা পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এই অতর্কিত অভিযানে ছয় থেক ১০জন পাক সেনা নিকেশ হয়েছে। মূলত নিয়্ন্ত্রণরেকা পেরিয়ে জম্মু ও কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের জন্যই কূপওয়ারার উল্টোদিকে নীলম ভ্যালিতে জঙ্গিঘাঁটি তৈরি করেছিল পাকিস্তান। পাক সেনাকে পর্যুদস্ত করতে সেই ঘাঁটিই গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। আরও পড়ুন-বাপু হত্যার ষড়যন্ত্রকারী সাভারকরকে ভারত রত্ন? বিজেপি আরএসএস-কে তুলোধনা মহাত্মার নাতির
#WATCH Delhi: Army Chief General Bipin Rawat says, "...The territory which has been illegally occupied by Pakistan is not controlled by the Pakistani establishment, it is controlled by terrorists. PoK is actually a terrorist controlled part of Pakistan." pic.twitter.com/jS8lGVddJw
— ANI (@ANI) October 25, 2019
রবিবার ভোররাত থেকে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে গুলিবর্ষণ করে পাকিস্তানি সেনা। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কুপওয়ারা জেলার তাংধর (Tangdhar) সেক্টরে রবিবার ভোররাত থেকে পাকিস্তানের গোলাগুলিতে শহিদ দুই সেনা জওয়ান ও একজন সাধারণ নাগরিক। আহত আরও তিন জওয়ান ও ৫ গ্রামবাসী। পাকিস্তানের ছোঁড়া গোলায় ক্ষতিগ্রস্ত অন্তত ৬টি বাড়ি। এরপরই পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে তারা। তাংধর সেক্টরের উল্টোদিকে পাক অধিকৃত কাশ্মীরেই গজিয়ে উঠেছিল ওইসব ঘাঁটি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী খবরে ৪-৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তাংধর সেক্টরের উল্টোদিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (POK) অভ্যন্তরে অবস্থিত জঙ্গি শিবিরগুলিতে ভারতীয় সেনা হামলা শুরু করেছে। কাশ্মীরের তংধর সেক্টরের উল্টোদিকে পাক অধিকৃত কাশ্মীরের নীলম ভ্যালিতেই গজিয়ে উঠেছিল ওইসব ঘাঁটি। গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক লঞ্চ প্যাড ও জঙ্গি ঘাঁটি। ভারতীয় সেনাবাহিনী জঙ্গি শিবিরগুলিকে লক্ষ্য করে হামলা চালানোর জন্য আর্টিলারি গানের ব্যবহার করে।