দিল্লি, ৯ অগাস্ট: চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত যে নথি জমা করেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi), তাতে প্রকাশ্যে এল প্রধানমন্ত্রীর (PM Modi) বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ কত। বর্তমানে প্রধানমন্ত্রীর যে সম্পত্তি রয়েছে, তার মূল্য ২.২৩ কোটি। যার মধ্যে বেশিরভাগ ব্যাঙ্ক ডিপোজিট। স্থাবর সম্পত্তি প্রধানমন্ত্রীর প্রায় নেই বললেই চলে। এসবের সঙ্গে গান্ধীনগরে নরেন্দ্র মোদীর নামে একটি জমি রয়েছে। সেই সঙ্গে রয়েছে তাঁর ৪টি সোনার আংটি। যার এক একটির মূল্য ১.৭৩ লক্ষ করে।
নরেন্দ্র মোদীর অস্থাবর সম্পত্তির পরিমাণ গত বছরের তুলনায় বেড়েছে ২৬.১৩ লক্ষ। পিএমও-র ওয়েবসাইটে এই তথ্য আপলোড করা হয়েছে। ২০০২ সালে গুজরাটের প্রধানমন্ত্রী থাকাকালীন বাড়ি তৈরির জন্য জমি কিনেছিলেন নরেন্দ্র মোদী। যা তাঁর একার নামে নয়। ওই জমির মালিকানা রয়েছে তিনি-সহ ৩ জনের নামে।
আরও পড়ুন: Bihar: 'বিহারের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে নীতীশের জেডিইউ', তোপ বিজেপির
২৬ লক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তির পরিমাণ চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ২.২৩ কোটিতে।