দিল্লি, ১৯ আগস্ট: ইমরান খান যখন কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ প্রসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে কোণঠাসা করতে ব্যস্ত, ঠিক তখনই মোদিকে প্রিয় বন্ধুর পুরস্কার দিচ্ছে সংযুক্ত আরব আমীরশাহী। এই উপলক্ষে পুরস্কার নিতে চলতি মাসেই সেদেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরস্কার দেওয়ার দিনক্ষণ ঘোষণা না হলেও সম্মানের নাম জানা গিয়েছে। আমীরশাহীর সর্বোচ্চ অসামরিক সম্মান পেতে চলেছেন নরেন্দ্র মোদি। নামটি হল ‘অর্ডার অব জায়েদ’ (Order of Jayed)। তবে প্রথম বিজেপি সরকারের আমল থেকেই বিভিন্ন দেশের শ্রেষ্ঠ সম্মান পেয়ে আসছেন নরেন্দ্র মোদি। এর আগে রাশিয়ার সরকার তাঁকে সম্মাননা জ্ঞাপন করেছে। বাদ যায়নি দক্ষিণ কোরিয়াও। সেখান কারা সর্বোচ্চ নাগরিক সম্মান ‘সিওল পিস প্রাইজ’ পয়েছেন নরেন্দ্র মোদি।
বলা বাহুল্য, পাকিস্তান যতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendta Modi) বিরুদ্ধে জনমত গড়ে তুলুক না কেন, সংযুক্ত আরব আমীরশাহী কিন্তু নয়াদিল্লির বন্ধুত্ব নষ্ট করতে নারাজ। তাছাড়া নরেন্দ্র মোদি তো নিজেই সেদেশের যুবরাজের প্রিয়বন্ধু। তাই ইমরান খানের সদিচ্ছা যে শূন্য ফলাফলেই পর্যবসিত হবে তা একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। বেশ কয়েকমাস আগে সেদেশর যুবরাজ এক টুইট বার্তায় এই পুরস্কার প্রদানের বিষয়টি জানান। তবে কখন সে সম্মাননা পাবেন নরেনেদ্র মোদি তানিয়ে মুখ খোলেননি তিনি। এখন যখন কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ প্রসঙ্গে গোটা দেশ তথা আন্তার্জাতিক মঞ্চ উত্তাল ঠিক তখনই নরেন্দ্র মোদিকে ‘অর্ডার অব জায়েদ’ সম্মানে ভূষিত করার খবরটি প্রকাশ্যে এল। শুধু সম্মাননাই নয়, একই সঙ্গে কূটনৈতিক সাফল্যও ভারতের মুঠোবন্দি হতে চলেছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। একইসঙ্গে পাকিস্তানকেও বুঝিয়ে দেওয়া যে কাশ্মীরে কী হল তানিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করবে না সংযুক্ত আরব আমীরশাহী। আরও পড়ুন-Jammu And Kashmir: জম্মুতে ১৯০টি স্কুলের মধ্যে ৯৫টি খুলল, কড়া নিরাপত্তার শ্রীনগরে স্কুল ফাঁকা
MEA: Prime Minister Narendra Modi will be on State Visit to UAE on 23-24 August 2019. PM would be meeting the Crown Prince of Abu Dhabi, Sheikh Mohammed bin Zayed Al Nahyan to discuss bilateral, regional and international matters of mutual interest. pic.twitter.com/Vt8RBWt9Bf
— ANI (@ANI) August 19, 2019
ফিরে আসি ‘অর্ডার অব জায়েদ’ প্রসঙ্গে। চলতি বছরের এপ্রিলেই আবু ধাবির যুবরাজ (UAE Sheikh Khalifa bin Zayed Al Nahyan) এক টুইটে নরেন্দ্র মোদিকে ‘প্রিয় বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। সেখানেই লেখেন, ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক যোগাযোগ রয়েছে। প্রিয় বন্ধু নরেন্দ্র মোদি সেই যোগাযোগ আরও দৃঢ়তর করে তুলেছেন। এই অবদানের স্বীকৃতি হিসাবে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট তাঁকে জায়েদ পদক প্রদান করবেন। তবে, তখন এই পুরস্কার প্রদানের সময় বা তারিখ জানানো হয়নি। জায়েদ মেডেল বা অর্ডার অব জায়েদ হল আমিরশাহীর সর্বোচ্চ অসামরিক সম্মান। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, রাজা বা অন্যান্য রাষ্ট্রপ্রধানকে ওই পদক দেওয়া হয়। এর আগে ওই সম্মান পেয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ-সহ বিভি্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।