নয়াদিল্লি: আগামী ১৮ মে নয়াদিল্লির (New Delhi) প্রগতি ময়দানে (Pragati Maidan) তিন দিনের আন্তর্জাতিক পর্যটন প্রদর্শনীর (three-day international tourism exposition) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ২০ মে পর্যন্ত চলা ওই প্রদর্শনীতে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও বুধবার জানালেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি (Union Culture Minister G. Kishan Reddy)।
তিনি আরও জানান আগামী ১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবসের দিন (International Museum Day) ওই অনুষ্ঠানের উদ্বোধনের মধ্যে দিয়ে সূচনা হবে আজাদি কা অমৃত মহোৎসবের (Azadi ka Amrit Mahotsav) দ্বিতীয় দফার। আন্তর্জাতিক পর্যটন প্রদর্শনীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৮ মে আন্তর্জাতিক জাদুঘর প্রদর্শনীরও (International Museum Expo) উদ্বোধন করবেন।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী কিষান রেড্ডি এপ্রসঙ্গে বলেন, "১৮-২০ মে ভারত সরকারের তরফে আন্তর্জাতিক জাদুঘর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে ১২০০টির বেশি বেসরকারি ও সরকারি জাদুঘরের প্রতিনিধিরা অংশ গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৮ মে দিল্লিতে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন প্রদর্শনীর উদ্বোধন করবেন যেখানে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।" আরও পড়ুন: Garibi Hatao Is Biggest Fraud Of Congress: 'গরিবি হাটাও-এর ঘোষণা কংগ্রেসের সবথেকে বড় প্রতারণা', ভিডিয়োতে শুনুন আরও কী বললেন প্রধানমন্ত্রী মোদি
#WATCH | Internation Musem Expo is being organised by the GoI from 18th-20th May. The representatives of around 1,200 private and government museums will take part in this event. PM Narendra Modi will inaugurate the three-day international tourism exposition in Delhi on May 18… pic.twitter.com/Z0l36A4co0
— ANI (@ANI) May 10, 2023