দিল্লি, ২ সেপ্টেম্বর: দেশের অর্থনীতির মন্দা গতি যখন শাসক বিরোধীদের মধ্যে তুলকালাম বাধিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যখন একারণে দোষারোপ করা হচ্ছে। ঠিক তখনই দেশের এহেন পরিস্থিতির জন্য সেই প্রধানমন্ত্রীকেই দায়ী করলেন ডক্টর মনমোহন সিং। দেশের বাজারে তীব্র সমালোচনায় ডুবে গেলেও বিদেশের মাটিতে শুধুই আপ্পায়ন। হ্যাঁ ফের সংবর্ধনা ও পুরস্কারে ভূষিত হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। চলতি মাসের ২৭ সেপ্টেম্বর জাতিপুঞ্জের সাধারণ সভায় তাঁকে স্বচ্ছ ভারত অভিযান (Swachh Bharat Abhiyan) প্রকল্পের জন্য সম্মান জানাতে চলেছে বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন (Bill & Melinda Gates Foundation)। এখন অর্ডার অফ জায়েদ সম্মানে ভূষিত হয়েছেন একমাস কাটেনি। তার মধ্যে ফের সম্মাননা। একেই বলে নরেন্দ্র মোদির পৌষমাস ও দেশের অর্থনীতির সর্বনাশ।
সোমবার প্রধানমন্ত্রীর সচিবালয় তরফে এই পুরস্কার পাওয়ার খবর প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি এক টুইট বার্তায় প্রধানমন্ত্রীর পুরস্কার পাওয়ার খবরটি জানিয়েছেন। তিনি বলেছেন, প্রতিদিন ভারতের রূপান্তর ঘটছে। এই কাজে অগ্রণী ভূমিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এহেন কাজের জন্যই ফের এক আন্তর্জাতিক সংস্থার তরফে পুরস্কার ও সম্মাননায় ভূষিত হতে চলেছেন প্রধানমন্ত্রী। চলতি মাসে আমেরিকায় জাতিপুঞ্জের সাধারণ সভার (UNGA) মঞ্চই হবে সম্মাননার স্থান। ভারতীয়দের আরও একটি গর্ব করার মতো মুহূর্ত, আরও একটি গর্ব করার মতো পুরস্কার পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরও পড়ুন-মনমোহন সিংয়ের 'ম্যান মেড' সঙ্কটের দাবি উড়িয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বললেন, 'সাহায্যের প্রয়োজন থাকা সেক্টরের কথা শুনতে চায় সরকার'
Another award,another moment of pride for every Indian, as PM Modi's diligent and innovative initiatives bring laurels from across the world.
Sh @narendramodi to receive award from Bill & Melinda Gates Foundation for #SwachhBharatAbhiyaan during his visit to the United States. pic.twitter.com/QlsxOWS6jT
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) September 2, 2019
২০১৪-তে প্রথমবার ক্ষমতায় এসেই স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প শুরু করেন নরেন্দ্র মোদি। মূলত ভারতবর্ষকে পরিচ্ছন্ন করতেই এই উদ্যোগ নিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে যতগুলি প্রকল্প তিনি চালু করেছেন, তারমধ্যে অন্যতম হল এই স্বচ্ছ ভারত অভিযান। স্বাধীনতার পর সাতটি দশক কেটে গেলেও গ্রামীণ ভারতে শৌচালয়ের অভাব বিদ্যমান। এখানে বাথরুম না থাকার দরুণ মাঠে ঘাটেই বাসিন্দারা শৌচকর্ম সারেন। স্বভাবতই পরিচ্ছন্নতার লেশমাত্র থাকে না। জীবাণু বাহিত রোগ ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতি থেকে গোটা দেশ ও দেশবাসীকে মুক্ত করতে চেয়েছিলেন তিনি। তাই স্বচ্ছ ভারত প্রকল্পের মাধ্যমে গোটা দেশে ৯০ মিলিয়ন শৌচালয় বানিয়েছেন। আগামী ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিপুঞ্জের সাধারণ সভায় সম্মানিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এই সম্মাননার আগে টেক্সাসের হাউস্টনের এক সভায় ৫০ হাজার জনের সামনে বক্তব্য রাখবেন তিনি।