প্রয়াত অরুণ জেটলির বাসভবনে মোদী (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ২৭ আগস্ট: PM Narendra Modi visits late Arun Jaitleys Residence: মঙ্গলবার ২৭ আগস্ট দেশে ফিরলেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর দেশে পা রাখতেই ছুটে গেলেন সদ্যপ্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী (Ex Finance Minister) তথা তাঁর বন্ধু অরুণ জেটলির (Arun Jaitley) বাড়ি। অরুণ জেটলির বাড়ি গিয়ে দেখা করেন তাঁর পরিবারের সঙ্গে। স্ত্রী ও পুত্রের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)।

তিনি বেশ কিছুদিন ধরেই বিদেশ সফরে ছিলেন। ফ্রান্স (France), সংযুক্ত আরব আমিরশাহী  (UAE) ও বাহারিন (Baharin) সফরে ছিলেন তিনি। বিদেশ সফরের শেষের দিকে হঠাৎই অরুণ জেটলির মৃত্যুর সংবাদ পান তিনি। অরুণ জেটলির স্ত্রী ও পুত্রের মানা করায় সেই মুহূর্তে আসেন নি নরেন্দ্র মোদি (Narendra Modi)। এরপর বিদেশ সফর শেষ করে ২৭ আগস্ট সকালে দেশে পৌঁছান তিনি। পৌঁছেই চলে আসেন অরুণ জেটলির দিল্লির (Delhi) বাসভবনে। আরও পড়ুন, বিজেপি জোটে সঞ্জয় দত্ত? কোনও রাজনীতিতে নেই, স্পষ্ট বললেন বলিউডের মুন্নাভাই

রবিবার ফ্রান্সে জি- ৭ (G 7) বৈঠক সম্মেলনে যোগ দেন তিনি। অরুণ জেটলির মৃত্যু সংবাদ পেয়ে ফোন করেছিলেন জেটলির পরিবারকে তারপর টুইটের মাধ্যমে দুঃখেরসঙ্গে শ্রদ্ধাজ্ঞাপন করেন। তাঁদের একসঙ্গে রাজনৈতিক জীবনের যাত্রার কথা টুইটে জানান। তিনি তাঁর প্রিয় বন্ধুকে হারানোর ব্যথাও প্রকাশ করেন। অন্তিম দর্শন করতে পারলেননা বলে দুঃখপ্রকাশ করেন। বাহারিনের মাটি থেকেই তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়গুলি তুলে ধরেন।