নতুন দিল্লি, ৯ মার্চ: করোনাভাইরাস হুমকির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ঢাকা (Dhaka) সফর করছেন না। ANI-র একটি টুইট অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছেন। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা। রবিবার, বাংলাদেশ পজিটিভ করোনভাইরাসের কথা জিগেস করেন। সরকারী কর্তৃপক্ষের মতে তিনজন, যাদের মধ্যে দু'জন সম্প্রতি ইতালি থেকে ফিরে এসেছিলেন।
ভাইরাস যাতে না ছড়িয়ে পড়ে তা নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের শতবর্ষ পূর্তি উদযাপন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। উদযাপন কমিটির চেয়ারম্যান কামাল আবদুল চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জন্মশতবর্ষের সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলি COVID-19-এর বিস্তারকে কেন্দ্র করে জনস্বাস্থ্যের বিবেচনার কারণে উদযাপনগুলি স্থগিত করা হয়। আরও পড়ুন, চিনের পর ইতালি, করোনার ত্রাসে ‘গৃহবন্দি’ ১ কোটি ৬০ লক্ষ, বাংলাদেশে আক্রান্ত ৩
Sources: Prime Minister Narendra Modi unlikely to visit Dhaka, in view of #CoronaVirus threat. Bangladesh has also cancelled the grand inaugural ceremony of Bangabandhu Sheikh Mujibur Rahman’s birth centenary which PM Modi was scheduled to attend. pic.twitter.com/dWjncUbQv1
— ANI (@ANI) March 9, 2020
ভারত সরকার বৃহস্পতিবার করোনাভাইরাসের বিশ্বব্যাপী প্রাদুর্ভাবকে কেন্দ্র করে ১৩ ই মার্চ থেকে ব্রাসেলসে অনুষ্ঠিত হতে চলা ভারত-ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলন পিছিয়ে দিয়েছে। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন না বলেও জানান। রবিবার, কেরালার পাঁচ জন, ইতালির থেকে আসা তিনজন, করোনাভাইরাসের পরীক্ষা করেছিলেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪০। এদিকে কর্নাটকে নার্সারি, এলকেজি, ওকেজি স্কুলপাত বন্ধ রেখেছে।