নতুন দিল্লি, ৪ এপ্রিল: আগামীকাল ৫ এপ্রিল, রাত ন’টায় ৯ মিনিট সময়ের জন্য বাড়ির সমস্ত বৈদ্যুতিন লাইট বন্ধ করে প্রত্যেকে নিজের নিজের ঘরের দুয়ারে বা বারান্দায় একটি করে মোমবাতি বা প্রদীপ জ্বালান। গতকাল এক ভিডিয়ো বার্তায় এই আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi )। আর আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) একটি কবিতা পাঠের ভিডিয়ো পোস্ট করলেন নিজের টুইটার হ্যান্ডেলে। সেই ভিডিয়োতে প্রধানমন্ত্রী বাজপেয়ীকে তাঁর কবিতা আবৃত্তি করতে দেখা যাচ্ছে। "আও ফির সে দিয়া জ্বালায়ে" (আসুন আমরা আবার বাতি জ্বালাই)।
আশা ও ইতিবাচকতা সম্পর্কিত এই কবিতাটি বিজেপির নির্বাচনী পরাজয়ের পর বাজপয়ীজি লিখেছিলেন বলে জানা যায়। নির্বাচন হারের পর লালকৃষ্ণ আডবানি বাজপেয়ীজিকে দিল্লির গোলচা সিনেমা একটি সভায় নিয়ে গেছিলেন। বাড়ি ফিরে এই কবিতাটি লিখেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। আরও পড়ুন: Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরের কুলগামে গুলির লড়াই, নিহত ৩ সন্ত্রাসবাদী
आओ दीया जलाएं। pic.twitter.com/6sc5bplbVy
— Narendra Modi (@narendramodi) April 4, 2020
রাজনীতিক অটল বিহারী বাজপেয়ীর একটা অন্য সত্ত্বাও ছিল। প্রথম জীবনে তিনি স্বদেশ ও বীর অর্জুন সংবাদপত্রে সাংবাদিকতা করেছেন। সেই সঙ্গে কবিতাও লিখতেন বাজপেয়ী। জনসংঘ ও বিজেপির প্রথম প্রজন্মের এই নেতার লেখা দুটো কবিতা বিজেপি নেতা কর্মীরা আজও স্মরণ করেন। ‘ফির সুবাহ হোগি’ এবং ‘আও দিয়া জ্বালায়ে’।