Zydus Biotech Park in Ahmedabad (Photo: Twitter)

নতুন দিল্লি, ২৮ নভেম্বর: করোনাভাইরাস ভ্যাকসিনের (COVID-19 Vaccine) উৎপাদন প্রক্রিয়া খতিয়ে দেখতে আজ দেশের তিন শহরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। প্রধানমন্ত্রীর অফিসের তরফে জানানো হয়েছে, নরেন্দ্র মোদি প্রথমে আমেদাবাদের জাইডাস বায়োটেক পার্কে (Zydus Biotech Park) যাবেন। সেখান থেকে যাবে হায়দরাবাদে ভারত বায়োটেকে (Zydus Biotech Park)। শেষে যাবেন পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে (Serum Institute of India)।

প্রধানমন্ত্রীর অফিসের তরফে আরও বলা হয়েছে যে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের একটি নির্ধারিত পর্যায়ে দেশ প্রবেশ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সংস্থাগুলিতে পরিদর্শন করবেন এবং বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করবেন। যা দেশের নাগরিকদের টিকা দেওয়ার জন্য প্রস্তুতি, চ্যালেঞ্জ এবং রোডম্যাপের বিষয়ে প্রধানমন্ত্রীকে সাহায্য করবে।আরও পড়ুন: India Officially Enters Recession: সরকারি ভাবে মন্দায় ভারতের অর্থনীতি, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৭.৫ শতাংশ কমল জিডিপি

ভারতে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করেছে জাইডাস ক্য়াডলা , ভারত বায়োটেক ও সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। কোভ্যাক্সিন তৈরি করছে ভারত বায়োটেক। এই সংস্থার সঙ্গে ভ্যাকসিন তৈরির উদ্যোগে কাজ করছে আইসিএমআর। ভারত বায়োটেক ছাড়াও জাইডাস ক্যাডিলা তৈরি করছে করোনার ভ্যাকসিন। এছাড়াও ব্রিটিশ ফার্মা সংস্থা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে ভ্যাকসিন তৈরি করছে ভারতের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।