কলকাতা, ১০ অক্টোবর: এবছরের রাজ্যের দুর্গাপুজোর (Durga Puja 2020) অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মহাষষ্ঠীর দিন একটি ভার্চুয়াল সমাবেশে (Virtually) যোগ দেবেন তিনি। আজ এ কথা জানিয়েছেন রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, ২২ অক্টোবর ষষ্ঠীর বিকেলে প্রধানমন্ত্রী একটি ভার্চুয়াল সমাবেশের ডাক দিয়েছেন। করোনা সংক্রান্ত সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কথা মাথায় রেখে হবে এই সমাবেশ। পুজোর অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর সমাবেশ এক সঙ্গে চলবে।
তাঁরা বিভিন্ন প্যান্ডেল চিহ্নিত করার কাজ শুরু করে দিয়েছে যেখানে রাজ্যের সংস্কৃতি তুলে ধরা হবে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের আগে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর ভিডিও কলে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ১ ঘণ্টারও বেশি সময় তিনি এই অনুষ্ঠানে থাকবেন বলে জানা গেছে। গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্গাপুজো উদ্বোধন করতে কলকাতা আসেন। এ বছর ১৭ তারিখ তাঁর উত্তরবঙ্গে যাওয়ার কথা, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করার কথা। করোনা থেকে সেরে ওঠার পর এটাই হতে চলেছে তাঁর প্রথম রাজনীতি সংক্রান্ত পদক্ষেপ। অরবিন্দ মেনন জানিয়েছেন, ফলের বরিষ্ঠ দলনেতারা ইতিমধ্যেই তাই উত্তরবঙ্গ পৌঁছে গিয়েছেন। আরও পড়ুন, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৭৩,২৭২, মৃত্যু ৯২৬ জনের
একুশে নির্বাচনকে পাখির চোখ করে এবার দুর্গাপুজোয় অংশগ্রহণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নিজে। করোনা মহামারীর কারণে তিনি নিজে আসতে না পারবেন না, তাই ভার্চুয়ালি পুজোর আনন্দে মেতে উঠতে চান তিনি। ষষ্ঠী থেকে দুর্গাপুজো উৎসব পুরোদমে শুরু হয়ে যায়। তাই ষষ্ঠীর দিনটিই বেছে নেওয়া হয়েছে।