নতুন দিল্লি, ৪ ফেব্রুয়ারি: মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের মাঝে কাল, বুধবার মহাকুম্ভে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বুধবার সকাল ১১টায় প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মোদী পবিত্র স্নান করবেন বলে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রয়াগরাজে মহাকুম্ভে থাকতে পারেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। কোটি কোটি মানুষের ভিড় থাকা মহাকুম্ভে মোদীর সফরকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
অমিত শাহ গত সপ্তাহেই পবিত্র স্নান সেরেছেন
গত সপ্তাহে মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে পবিত্র ডুব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি মোদী-যোগী সরকারের মন্ত্রীরাও মাহকুম্ভে গিয়েছেন। উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা অখিলেশ যাদবও মহাকুম্ভে সন্না সেরেছেনয
দিল্লি ভোটের দিনেই মোদীর কুম্ভমেলায় গঙ্গায় ডুব
কাল, বুধবার দিল্লিতে হাই প্রোফাইল বিধানসভা নির্বাচনের মাঝে মহাকুম্ভে মোদীর পবিত্র স্নান যে মিডিয়ার আলাদা নজর কাড়বে তা বলাই বাহুল্য। প্রয়াগরাজে মহাকুম্ভে আয়োজনে যোগী আদিত্যনাথের সরকারকে সব দিক থেকে সাহায্য করেছে মোদী সরকার।
পদপিষ্টের ঘটনায় চাপে সরকার
গত ১৩ জানুয়ারি প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। মেলা শুরুর ২২ দিন পর সেখানে গিয়ে মা গঙ্গার উদ্দেশ্যে প্রার্থনা করবেন প্রধানমন্ত্রী মোদী। মহাকুম্ভ মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ক দিন আগে প্রয়াগরাজে মহাকুম্ভে হওয়া ভয়বাহ পদপিষ্টের ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পরিস্থিতির পর্যালোচনা করেছিলেন মোদী। প্রয়াগরাজের কাণ্ড নিয়ে সংসদে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে মোদী-যোগী সরকার। এরই মাঝে মোদী প্রয়াগরাজে গিয়ে কী বার্তা দেন সেটার দিকে তাকিয়ে সবাই।
মহাকুম্ভে স্নান করবেন মোদী
Prime Minister Narendra Modi will visit in Prayagraj on 5th February. At around 11 AM, he will take a holy dip at the Sangam and offer prayers to Maa Ganga: PMO pic.twitter.com/mspiiNJOeg
— ANI (@ANI) February 4, 2025
মোদীর ভক্তি
কন্যাকুমারীতে মৌনব্রতে থেকে ধ্যানে বসা থেকে অযোধ্যা রামমন্দিরে রামলাল্লার প্রতিষ্ঠায় উপবাস করে পুজো দেওয়া। প্রধানমন্ত্রী মোদীকে বারবার ভক্তিতে ডুবে যেতে দেখা গিয়েছে।