(Photo Credits: IANS)

নয়াদিল্লি, ২ এপ্রিল: বৃহস্পতিবার দুপুরে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রীদের একটি বিশেষ আর্জি জানান মোদি (Narendra Modi)। নিজের নিজের রাজ্যের প্রতিটি ধর্ম প্রচারকের সঙ্গে বৈঠকে বসে তাদেরকেও করোনা-যুদ্ধে সামিল হওয়ার আহ্বান জানানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন মোদি। দেশের প্রতিটি মানুষকে এই সময়ে এক হয় লড়তে হবে। নয়তো এই যুদ্ধ জয় সম্ভব হবে না বলে জানান মোদি।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের ৯ জন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী ছাড়াও বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-সহ কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকগুলির শীর্ষ আমলারা। তবে সেখানেও সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিষয়টি মাথায় রেখেই চলে বৈঠক। লকডাউনের পর ১ সপ্তাহ কেটে গিয়েছে। নিয়ন্ত্রণে আসেনি করোনাভাইরাস। উল্টে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। আরও পড়ুন: Doctors and Nurses Attacked by Mobs: করোনা-যুদ্ধের ফ্রন্টলাইনে লড়া চিকিৎসকেরা হেনস্থার শিকার

 লকডাউনের পরবর্তী পরিস্থিতি কীভাবে সামলানো সম্ভব সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীদের চিন্তাভাবনা করতে বলেছেন নরেন্দ্র মোদি। নয়া দিল্লিতে নিজামুদ্দিন তবলিঘি জমায়েতে অংশগ্রহণকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। করোনাভাইরাসের সতর্কতার মাঝেই দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় জমায়েতের আয়োজন করা হয়েছিল। এই জমায়েত ঘিরেই ক্রমশ আতঙ্ক বাড়ছে দেশজুড়ে। গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২০০০ হতে চলল। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ১২ জনের মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কীভাবে সমস্যার মোকাবিলা করা হবে। সেই বার্তাই আজ ভিডিও কনফারেন্সিংয়ে দিলেন প্রধানমন্ত্রী।