নরেন্দ্র মোদি (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২১ জুন: বিশ্ব যখন মারণ রোগ করোনায় বিপর্যস্ত মানুষ যন মহামারীর বিরুদ্ধে লড়ছে, তখন ফের আশার খবর নিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷ বললেন, যোগদিবস নিয়ে মানুষ এখনও নিরুৎসাহী হয়নি৷ এই অতিমারীর সময়ে আশার আলো হল যোগা৷ সোমবার ৭-তম আন্তর্জাতিক যোগাদিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর মন্তব্য, এই কঠিন সময়ে মানুষ নানারকম বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে৷ তাই তারা যোগা ভুলে যেতে পারে বা এড়িয়েও যেতে পারে৷ “কিন্ত এর অন্যদিকে মানুষের যোগের প্রতি উৎসাহ ও ভালবাসা বেড়েছে৷ যখন অদৃশ্য ভাইরাস করোনা দাপিয়ে বেড়াচ্ছে সর্বত্র তখন বিশ্বের কোথাও যোগদিবস নিয়ে বিশেষ কিছু হচ্ছে না৷ এই দুঃসময়ে যোগাই আত্মবিশ্বাসের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে৷”

আমরা সবাই জন্য শারীরিক সুস্থতা নিয়ে উদ্বিগ্ন৷ তখন মোদি মানসিক সুস্থতার উপরে জোর দিয়েছেন, “যোগা এমকমাত্র মানসিক চাপকে শক্তিতে বলদে দেয়৷ নেতিবাচক মনোভাব থেকে সৃজনশীলতায় রুপান্তরিত করে৷ হতাশা কাটিয়ে আনন্দ আনে৷ আর আনন্দ থেকে প্রসাদ৷ সুখী জীবনের পথ দেখায় যোগা৷ জনমানসের স্বাস্থ্যসচেতনতা প্রকল্পে রোগপ্রতিরোধকারীর ভূমিকা পালন করে যোগা৷ এবার বিশ্বের কাছে আসছে M-Yoga App৷ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে এই অ্যাপসের সাহায্যে য়োগা করতে পারেন৷ সর্বসাধারণের প্রযোজ্য যোগা সম্পর্কিত নির্দেশাবলী বিভিন্ন ভাষায় এই অ্যাপে উপলব্ধ থাকবে৷” আরও পড়ুন-International Yoga Day 2021: সোমবার সকাল সাড়ে ৬টায় যোগা দিবসে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি, এবার থিম 'যোগা ফর ওয়েলনেস'

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের সঙ্গে ভারতও আন্তর্জাতিক যোগাদিবস উপলক্ষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে৷ সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ ভার্চুয়ালি এই অনুষ্ঠান শুরু হয়েছে৷ ভালো থাকার জন্য যোগা, এই থিমকে সামনে রেখে বিশ্বের ১৯০টি দেশ আজ আন্তরাজ্তিক যোগদিবসে শামিল হয়েছে৷