গুয়াহাটি, ৪ ফেব্রুয়ারি: অসমের গুয়াহাটিতে মোট ১১ হাজার ৬০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। গুয়াহাটিতে মোদী দাবি করলেন, অসমে ব্যাপক উন্নয়ন করেছে সরকার। সেখানকার ৭ হাজার যুবক অস্ত্র ছেড়ে দেশের উন্নয়নের সেবায় নিয়োজিত হয়েছে। রাজ্যের বেশীরভাগ অঞ্চল থেকে আফস্পা মুছে ফেলা হয়েছে বলে দাবি করেন মোদী।
অসমে বিজেপি সরকার আসার আগে রাজ্যে ৬টি মেডিক্যাল কলেজ ছিল, এখন সেখানে ১২টি মেডিক্যাল হয়েছে বলে উন্নয়নের খতিয়ান দেন মোদী। অসমে ক্যান্সার চিকিতসায় ব্যাপক উন্নতি হয়ে, উত্তর পূর্ব ভারতে ক্যান্সার চিকিতসার প্রধান কেন্দ্র হয়েছে অসম। এমন কথা জানান প্রধানমন্ত্রী।
দেখুন ভিডিয়ো
#WATCH | Assam: PM Modi says, "Before the BJP government in Assam, there were only 6 medical colleges, whereas today there are 12 medical colleges. Assam is today becoming a major centre for cancer treatment in the Northeast..." pic.twitter.com/BXQJwh1vUS
— ANI (@ANI) February 4, 2024
গুয়াহাটির জনসভায় মোদী দাবি করেন, "আমাদের দেশের মন্দির-তীর্থস্থানগুলি শুধু ঘুরতে যাওয়ার জায়গা নয়,এগুলি আমাদের আস্থার স্থান। এগুলি আমাদের হাজার হাজার বছরের সভ্যতার নিদর্শন। এগুলো প্রমাণ করে কীভাবে আমরা ভারতীয়রা এক হয়ে অনেক সমস্যার মুখোমুখি হয়েছি।"
দেখুন ভিডিয়ো
#WATCH | Assam: Prime Minister Narendra Modi says, "Our pilgrimages, our temples, our places of faith, these are not just places to visit. These are indelible signs of our civilization's journey of thousands of years. This is a testimony to how India stood firm in the face of… pic.twitter.com/06qXBWXwDA
— ANI (@ANI) February 4, 2024
গত ১০ বছরে এনডিএ সরকার উত্তর পূর্ব ভারতের উন্নয়নের পিছনে আগের চেয়ে ৪ গুণ বেশী অর্থ খরচ করেছে। রেল বাজেট এবং পর্যটনে উত্তর পূর্ব ভারতে ৪০০% খরচ করেছে কেন্দ্র। এমন দাবিও করেন মোদী। কামাক্ষা দিয়ালোক পরিযোজনা অসমের পর্যটনের উন্নয়নের পিছনে বড় ভূমিকা নেব, বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।