নয়াদিল্লি: আগামী ২৮ মে ভারতের নতুন সংসদ ভবনের (New Parliament building) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে তুমুল শোরগোল চলছে দেশের রাজনীতিতে। কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল যেমন নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে তেমনি বিজেপির শরিক নয় এমন অনেক দলই এই অনুষ্ঠানে তাদের প্রতিনিধি পাঠাবে বলে ঠিক করেছে। এর মাঝেই শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) দাবি করলেন যে নতুন সংসদ ভবন সমস্ত ভারতীয় নাগরিককে গর্বিত (proud) করবে।
তিনি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে নয়া ভবনের একটি ভিডিয়ো পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, "নতুন সংসদ ভবন সমস্ত ভারতীয়কে গর্বিত করবে। এই ভিডিয়োতে অসাধারণ সুন্দর ওই উদাহরণ সৃষ্টিকারী ভবনের কিছু অংশ তুলে ধরা হল। আমার বিশেষ অনুরোধ এই ভিডিয়োটি নিজের ভয়েস ওভার (Voice-over) দিয়ে শেয়ার করুন। যাতে আপনার নিজের চিন্তার (Thoughts) প্রতিফলন থাকবে। আমি ওই সমস্ত ভিডিয়োর মধ্যে কিছু রিটুইট করব। তবে ভিডিয়োটি টুইট করার পর তাতে আমার সংসদ আমার গর্ব (#MyParliamentMyPride) লেখাটি হ্যাসট্যাগ দিতে ভুলবেন না।" আরও পড়ুন: Chhattisgarh CM Bhupesh Baghel: রাজ্যকেও যদি সমান টাকা দিতে হয় তাহলে প্রকল্পের নাম শুধু কেন্দ্র কেন ঠিক করবে? ভিডিয়োতে শুনুন ভূপেশ বাঘেলের বক্তব্য
"New Parliament building will make every Indian proud": PM Modi
Read @ANI Story | https://t.co/GBMIgWzcil#PMModi #NewParliamentBuilding pic.twitter.com/IirSrAjnsr
— ANI Digital (@ani_digital) May 26, 2023