ওয়াশিংটন: ভারতীয় অভিবাসীদের (Indian immigrants) মেয়ে হিসেবে জন্মেছেন বলে তিনি গর্বিত (proud)। বুধবার একথাই জানালেন দক্ষিণ কারোলিনার (South Carolina) দুবারের গর্ভনর (Governor) ও আগামীবারের জন্য মার্কিন রাষ্ট্রপতির দৌড়ে থাকা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ নিক্কি হালে (Nikki Haley)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "আমি ভারতীয় অভিবাসীদের একজন গর্বিত মেয়ে। আমার অভিভাবকরা আরও ভালো জীবনের (better life) জন্য ভারত (India) ছেড়ে আমেরিকায় (USA) চলে এসেছিলেন। তারপর দক্ষিণ কারোলিনায় (South Carolina) বসবাস শুরু করেন। আমাদের শহরে আমরা ভালোবাসা পেয়েছি। কিন্তু, সবসময় বিষয়টা এত সোজা ছিল না। কারণ তখন আমরাই একমাত্র ভারতীয় পরিবার (Indian family) ছিলাম।"
United States | I am a proud daughter of Indian immigrants. My parents left India in search of better life, they lived in South Carolina. Our town came to love us, but it wasn't always easy, we were the only Indian family: Nikki Haley pic.twitter.com/OdZiRGwUGt
— ANI (@ANI) February 15, 2023