হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আবু ধাবির যুবরাজ (ছবিঃANI)

নয়াদিল্লিঃ তিনদিনের ভারত সফরে এসেছেন আবু ধাবির (Abu Dhabi)যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান(Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan)। গতকাল, রবিবার সন্ধ্যায় দিল্লিতে পা রাখেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন আবু ধাবির একাধিক মন্ত্রী, সরকারি আধিকারিক, বাণিজ্য প্রতিনিধিরা। সকল অতিথিদের নয়াদিল্লি বিমানবন্দরে স্বাগত জানান কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল(Piyush Goyal)। আবু ধাবির মসনদে বসার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(PM Narendra Modi) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা আগেই ছিল। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক বোঝাপড়ার বিষয়কে আরও মজবুত করার লক্ষ্যেই এই বৈঠক বলে অনুমান। সেই মতো আজ, সোমবার হায়দরাবাদ হাউসে(Hyderabad House) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন আবুধাবির যুবরাজ। এদিন  আল নাহিয়ানকে বুকে টেনে নেন মোদী। তাঁদের এই বিশেষ মুহূর্তের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও বৈঠক করবেন তিনি এমনটাই খবর। এ ছাড়া মঙ্গলবার বিকেলে মুম্বাইয়ে একটি বাণিজ্যিক ফোরামের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

MEA Spokesperson Randhir Jaiswal tweets, "A warm welcome for a close friend. PM Narendra Modi received Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan, Crown Prince of Abu Dhabi at Hyderabad House."