প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Photo Credits: Getty)

নয়া দিল্লি, ২০ আগস্ট:  Rajiv Gandhi 75th Birth Anniversary: ভারতের প্রাক্তন সপ্তম  (Former 75th Prime Minister) প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Rajiv Gandhi)  আজ ৭৫- তম জন্মবার্ষিকী (75th Birth Anniversary)। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) আজ সকালে টুইটের মাধ্যমে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে জানান, ' প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে তাঁর জন্মবার্ষিকীতে আমার শ্রদ্ধা জানাই।'

প্রধানমন্ত্রীর কিছুক্ষন পরেই (Defence Minister) প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং- ও (Rajnath Singh)  টুইটের মাধ্যমে শ্রদ্ধা জানান। ' আজ প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর ৭৫- তম জন্মবার্ষিকীতে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা জানাই'- টুইটে জানান রাজনাথ সিং। আরও পড়ুন, আমীরশাহীর সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অব জায়েদ’ পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজীবপুত্র রাহুল গান্ধী (Rahul Gandhi) টুইটে শ্রদ্ধা জানিয়ে বলেন, ' আজ আমরা উদযাপন করছি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৫- তম জন্মবার্ষিকী। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক ও দূরদর্শীপ্রবণ মানুষ। যা ভারতবর্ষকে পথ দেখাতে সাহায্য করে। বাবা হিসেবে তিনি আমাকে শিখিয়েছেন কখনো কাউকে ঘৃণা না করতে, সবাইকে ক্ষমা করে দিতে ও সবাইকে ভালোবাসতে।'

কংগ্রেস দলের সভানেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi), বরিষ্ঠ দলনেতা রাহুল গান্ধী এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi), প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী (Pranab Mukherjee), প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংv(Manmohan Singh) ও অন্যান্য নেতা নেত্রীরা আজ রাজীব গান্ধী মেমোরিয়াল ' বীর ভূমি' - তে  (Veer Bhumi) শ্রদ্ধাজ্ঞাপন করেন।

এই গোটা সপ্তাহ জুড়ে রাজীব গান্ধীর স্মরণে স্মরণসভা চলবে। তাঁর অভাবনীয় কৃতিত্ব ও কাজগুলিকে সারা দেশের সামনে রাখা হবে। দেশের সমস্ত কংগ্রেস শাখাগুলিতে তাঁর জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভার আয়োজন করা হয়েছে, এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে,। এছাড়াও নানা জায়গায় রক্তদান শিবির, বৃক্ষরোপন, সেমিনার ও কনফারেন্স ইত্যাদি পালিত হবে।

১৯৯১ সালের ২১শে মে রাজীব গান্ধী তামিলনাডুর (Tamilnadu) মাদ্রাজ থেকে ৩০ মাইল দুরে শ্রীপেরুম্বুদুরে যখন শ্রীপেরুম্বুদুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার-অভিযান সভায় তাঁকে হত্যা করা হয়। এই গুপ্ত হত্যাকান্ডটি সংঘটিত করেছিলো লিবারেশন টাইগার্স অফ তামিল- ইলম (LTTE) আত্মঘাতী হয় ধানু।