Photo Credit_twitter

দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদি দেশ বিদেশ থেকে গ্রহণ করেন বিভিন্ন উপহার ,এবার  প্রধানমন্ত্রীর উপহার পাওয়া সেই ১ হাজার ২০০ সামগ্রী এবার নিলামে তোলা হচ্ছে।জানা গেছে  নিলাম থেকে অর্জিত টাকা 'নমামি গঙ্গে' প্রকল্পে গঙ্গা দূষণ রোধে কাজে লাগানো হবে। চতুর্থ বর্ষে পদার্পন করল এই নিলাম অনুষ্ঠান।

দিল্লির ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্টের প্রদর্শনীতে নিলাম সামগ্রীগুলি প্রদর্শিত হচ্ছে। www.pmmementos.gov.in ওয়েবসাইটে ক্লিক করে ১৭ সেপ্টেম্বর নিলাম শুরু হয়ে তা চলবে ২ অক্টোবর অবধি। উপহারসামগ্রীগুলোর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। আ র সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১০ লাখ টাকা।

চাদর থেকে শুরু করে বিভিন্ন চিত্রকর্ম, টি শার্ট,  নানান উপহার পেয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন খেলায় পুরস্কার প্রাপ্ত খেলোয়াড়রা তাদের সই সম্বলিত স্মারক উপহার হিসাবে তাদের খেলার সরঞ্জাম প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছে। তবে রাজনৈতিক নেতাদের থেকে পাওয়া উপহারের সংখ্যাটা কম  নয়। সেই উপহারের মধ্যে উল্লেখযোগ্য কোলাহপুরের মহালক্ষ্মী মন্দিরের মা মহালক্ষ্মীর মূর্তি যা দিয়েছলেন এন সিপি নেতা অজিত পওয়ার, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির দেওয়া ভেঙ্কটেশ্বরার দেওয়াল চিত্র,  মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবনাথ সিং এর দেওয়া রাণী কমলাপতির মূর্তি,  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রদান করা হনুমান মূর্তি ও সূর্যের একটি চিত্র এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরের প্রদান করা একটি ত্রিশূল।