নয়া দিল্লি, ২৪ মে: প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। না, না কোনও ব্রেকিং নিউজ নয়। আসলে এটা নেহাতই নিয়ম মানা একটা কাজ। ২০১৪-তে ক্ষমতায় আসার পর পাঁচ বছরের শাসনভার চালানোর পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে ইস্তফাপত্র জমা দিলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবার মোদী ফের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় দফায় শপথ নেবেন। আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণের আগে ইস্তফা দেওয়া রীতি। সেই রীতি মেনেই এদিন রাষ্ট্রপতিভবনে যান নরেন্দ্র মোদী। নিজের ইস্তফাপত্র সঁপে দেন রামনাথ কোবিন্দ। তা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
পরপর দুবার একাই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের ক্ষমতায় এল বিজেপি। গতবারের চেয়েও এবার বেশি আসনে জিতল নরেন্দ্র মোদীর দল। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্রে তো বটেই এবার পশ্চিমবঙ্গ, ওডিশাতেও অনেক আসনে জিতে ফের মসনদে বসবেন মোদী। প্রধানমন্ত্রীর আসনে নমোকে চেয়ে ভোট দিয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী, বাংলা থেকে বিহার। প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তন করতে চলেছেন নরেন্দ্র মোদী। কিন্তু তার আগে মন্ত্রিসভাও ভেঙে দেওয়া হয়েছে। শপথগ্রহণের আগে পর্যন্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের কাজকর্ম চালানোর অনুরোধ করেছেন কোবিন্দ।
শপথ নেবেন মোদী। ওই অনুষ্ঠানে দেশের সবরাজ্যের মুখ্যমন্ত্রীদের অমন্ত্রণ জানানো হবে। অনুষ্ঠানে কোনও বিদেশি অতিথি উপস্থিত থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।