প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo Credits: ANI)

নয়াদিল্লি, ২ এপ্রিল:  দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার বিকেলে নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান তিনি একথা। আগামিকাল,  শুক্রবার সকাল  ৯ টায় ভিডিও সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তিনি।করোনাভাইরাস মোকাবিলায়  গত ২১ মার্চ দেশজুড়ে ১৪ দিনের লকডাউন ঘোষণা করেন নরেন্দ্র মোদি। লকডাউনের মাঝেই দশম দিনের মাথায় দেশবাসীর উদ্দেশে কী ভাষণ দেবেন তিনি সেটাই এখন দেখার। সেই নিয়ে আপাতত জল্পনা তুঙ্গে। আরও পড়ুন:  Coronavirus Outbreak in India: 'রাজ্যের সব ধর্মপ্রচারকদের করোনা-যুদ্ধে সামিল করুন', ভিডিও কনফারেন্সিং বৈঠকে মুখ্যমন্ত্রীদের পরামর্শ নরেন্দ্র মোদির 

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে দেশজুড়ে। যেকোনও মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০০০ পেরিয়ে যাবে। অন্যদিকে মৃত্যুর সংখ্যাও ৫০ ছাড়িয়ে গিয়েছে। এহেন পরিস্থিতিতে রাজধানী দিল্লির নিজামুদ্দিন দরগার ঘটনা আতঙ্ক বাড়াচ্ছে ক্রমশ। বৃহস্পতিবারই ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদি। সেখানে প্রতিটি রাজ্যের সমস্ত ধর্মপ্রচারকদের করোনা-যুদ্ধে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কেন্দ্র-রাজ্য-সহ দেশের সমস্ত দেশবাসীকে এক হয়ে লড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লকডাউনের সময়সীমা বাড়ানো হবে নাকি যারা লকডাউনের নিয়ম লঙ্ঘন করছেন। তাদের উদ্দেশে কোনও বার্তা দিতে চলেছেন মোদি। সেই দিকেই আপাতত তাকিয়ে রয়েছে গোটা দেশ। পাশাপাশি লকডাউনের জেরে যেসমস্ত অত্যাবশ্যকীয় জিনিস পেতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দেশবাসীকে। সেই সমস্যা সুরাহারও কোনও বক্তব্য রাখতে পারেন মোদি। এমনটাই মত রাজনীতিবিদদের।